সাগর পথে মালয়েশিয়া
মানবপাচারকালে সেন্টমার্টিনে দুই শতাধিক মানুষ আটক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৫, ১১:৩৫
মানবপাচারকালে সেন্টমার্টিনে দুই শতাধিক মানুষ আটক
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাগরপথে মালয়েশিয়ায় মানবপাচারের সময় সেন্টমার্টিনের ছেরাদ্বীপে১৬৭ রোহিঙ্গাসহ ২০৯ ভিকটিমকে উদ্ধার করেছে কোস্টগার্ড।


বুধবার (৮ এপ্রিল) রাতে সেন্টমার্টিন থেকে তাদের উদ্ধার করা হয়। এসময় গ্রেফতার করা হয় পাচারকারী চক্রের ১২ সদস্যকে।


বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।


কোস্টগার্ডের পক্ষ থেকে করা মামলার বরাত দিয়ে ওসি বলেন, বুধবার রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে সেন্টমার্টিনে টহল দেওয়ার সময় কোস্টগার্ড সদস্যরা দেখতে পান যে, একটি পুরাতন ইঞ্জিনচালিত কাঠের বোট দিয়ে কিছু লোককে বহন করে নিয়ে যাওয়া হচ্ছে।


বোটটির গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাদের পিছু নেয় কোস্টগার্ড। এরপর এটি রাত সাড়ে ৮টার দিকে সেন্টমার্টিনের ছেরাদ্বীপের পূর্ব পাশে এটি আটক করা হয়।


পরবর্তীতে কোস্টগার্ড সদস্যরা বোটে থাকা লোকজনকে জিজ্ঞাসাবাদে জানতে পারেন, তাদের অবৈধভাবে বাংলাদেশ থেকে মালয়েশিয়া নিয়ে যাওয়া হচ্ছে।


মানবপাচারের শিকার হওয়াদের মধ্যে বাঙালি পুরুষ ছিলেন ৪২ জন। আর বাকি ১৬৭ জন রোহিঙ্গা। তাদের মধ্যে পুরুষ-৬৭, নারী ৭২ এবং শিশু ২৮ জন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com