ব্রিকসের নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের ১ বিলিয়ন ডলার ঋণ পাচ্ছে বাংলাদেশ
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৫, ২১:৫৮
ব্রিকসের নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের ১ বিলিয়ন ডলার ঋণ পাচ্ছে বাংলাদেশ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ব্রিকসের নিউ ডেভেলপমেন্ট ব্যাংক চলতি বছর বাংলাদেশের উন্নয়ন প্রকল্পগুলোর জন্য ১ বিলিয়ন ডলার ঋণ দেওয়ার পরিকল্পনা করেছে।


সাংহাইভিত্তিক এই ঋণদাতা প্রতিষ্ঠানের ভাইস প্রেসিডেন্ট ভ্লাদিমির কাজবেকভ আজ মঙ্গলবার (৮ এপ্রিল) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে এ কথা জানিয়েছেন।


কাজবেকভ আজ ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন।


এ সময় তিনি বলেন, ব্যাংকটি এক্সপান্ডেড ঢাকা সিটি ওয়াটার সাপ্লাই রেজিলিয়েন্ট প্রকল্প বাস্তবায়নের জন্য ৩২০ মিলিয়ন ডলার অনুমোদন করেছে। তবে এ বছর বাংলাদেশের উন্নয়নের চাহিদা বিবেচনা করে তহবিলের পরিমাণ আরও তিনগুণ করতে চায় ব্যাংকটি।


২০১৫ সালে ব্রিকসের ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা মিলে বহুপাক্ষিক ঋণদাতা প্রতিষ্ঠান নিউ ডেভেলপমেন্ট ব্যাংক প্রতিষ্ঠা করে।


প্রধান উপদেষ্টা নতুন এ ব্যাংকটির ভূমিকার প্রশংসা করে বলেন, প্রতিষ্ঠানটি উন্নয়ন অবকাঠামো উন্নীতকরণে উল্লেখযোগ্য অবদান রাখতে পারে।


কাজবেকভ বলেন, 'বাংলাদেশের গ্যাস খাতের অবকাঠামো উন্নয়নে ব্যাংকটি বড় ধরনের সহায়তা দিতেও প্রতিশ্রুতিবদ্ধ।'


অধ্যাপক ইউনূস দেশের উদীয়মান অর্থনৈতিক অঞ্চলে হাজার হাজার কর্মীর জন্য আবাসন সুবিধার মতো সামাজিক অবকাঠামোতে ব্যাংকটির ঋণের ওপর জোর দেন।


অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী বলেন, 'নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের উচিত বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে তহবিল সামঞ্জস্যপূর্ণ করতে বাংলাদেশের দেশীয় কৌশলগত কর্মসূচি চালু করার ওপর মনোনিবেশ করা।'


বৈঠকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদ ও ইআরডি সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী উপস্থিত ছিলেন।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com