৯ মিনিটেেই শেষ পশ্চিমাঞ্চলের ১৫ হাজার ট্রেনের টিকিট
প্রকাশ : ১৪ মার্চ ২০২৫, ১১:৩৮
৯ মিনিটেেই শেষ পশ্চিমাঞ্চলের ১৫ হাজার ট্রেনের টিকিট
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি শুরু হওয়ার ৮ থেকে ৯ মিনিটেই শেষ হয়েছে প্রায় ১৫ হাজার ৭৭৩টি টিকিট। এ দিন বিক্রি হয় উত্তরাঞ্চলের ট্রেনের টিকিট।


শুক্রবার (১৪ মার্চ) সকাল ৮টা থেকে দেওয়া হয় আগামী ২৪ মার্চের টিকিট। এসময় দেওয়া হয় রেলওয়ের পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট।


সকাল ৮টার কিছুক্ষণ পর রেলসেবা অ্যাপসে দেখা যায়, উত্তরাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর সব টিকিট বিক্রি হয়ে গেছে। একই অবস্থা ঢাকা-রাজশাহী ও ঢাকা-খুলনা রুটের ট্রেনের।


এ বিষয়ে জানতে চাইলে গণমাধ্যমে কমলাপুর রেলস্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন জানান, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ২০টি আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। এ অঞ্চলে প্রায় ১৫ হাজার ৭৭৩টি টিকিট বিক্রি হবে। টিকিট বিক্রির ৮ থেকে ৯ মিনিটের মধ্যে মোটামুটি সব টিকিট বিক্রি হয়ে গেছে। যাত্রীদের চাহিদার তুলনায় টিকিটের সংখ্যা কম হওয়ায় সবাই টিকিট পাচ্ছে না।


দুপুর ২টায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনগুলোর টিকিট। টানা সাতদিন চলবে আগাম টিকিট বিক্রির কার্যক্রম।


রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল ১৫ মার্চ বিক্রি করা হবে ২৫ মার্চের অগ্রিম টিকিট। পর্যায়ক্রমে ২৬ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৬ মার্চ। ২৭ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৭ মার্চ। ২৮ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৮ মার্চ। ২৯ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৯ মার্চ এবং ৩০ মার্চের টিকিট বিক্রি করা হবে ২০ মার্চ।


রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, চাঁদ দেখার ওপর ভিত্তি করে ৩১ মার্চ, ১ ও ২ এপ্রিলের টিকিট বিক্রি করা হতে পারে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com