বন সংরক্ষণ ও পুনরুদ্ধারে মার্চের মধ্যে কমিটি গঠন: রিজওয়ানা
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৫, ১৫:১৪
বন সংরক্ষণ ও পুনরুদ্ধারে মার্চের মধ্যে কমিটি গঠন: রিজওয়ানা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বন সংরক্ষণ ও পুনরুদ্ধারে মার্চের মধ্যে গেজেটেড নোটিফাই কমিটি গঠন করে বিভিন্ন অ্যাকশন প্ল্যান পরিকল্পনা করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।


মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বনভবনে ‘সহ-ব্যবস্থাপনার মাধ্যমে মধুপুর গড়ের শালবন পুনরুদ্ধার’ বিষয়ক কর্মশালায় তিনি এ কথা বলেন।


পরিবেশ উপদেষ্টা বলেন, মার্চের মধ্যে প্রাথমিক অ্যাকশন প্ল্যান করে ফেলবো। মার্চের মধ্যে গেজেটেড নোটিফাই কমিটি গঠন করা হবে, যাদের কাজ হবে অ্যাকশন প্ল্যান পরিকল্পনা করা। ভিলেজ ফরেস্ট রুল তৈরি করা হবে।


রিজওয়ানা হাসান বলেন, বন সংক্রান্ত মামলায় যেগুলোতে কঠিন এভিডেন্স নেই, সেগুলো থেকে সরে আসার আহ্বান জানাই। মামলাগুলোতে সব সময় সরকার জিতে এমন না। হয়রানিমূলক মামলার মীমাংসা করতে হবে। ৪৪ একর বন ভূমি আমরা ফিরিয়ে আনতে পারবো না। কিন্তু যতটুকু পারবো, ফিরিয়ে আনতে হবে।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com