
বিভিন্ন সেবার মেয়াদোত্তীর্ণ কাগজপত্র জরিমানা ছাড়াই নবায়নের সময় আরও এক মাস বাড়িয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। ফলে গাড়ির ফিটনেস, ট্যাক্স-টোকেন, রুট পারমিট, ড্রাইভিং লাইসেন্স নবায়নের জন্য জরিমানা ছাড়া আরও এক মাস সময় পাচ্ছেন গ্রাহকরা।
রবিবার (২৬ জানুয়ারি) বিআরটিএর সংস্থাপন শাখার সহকারী সচিব মো. জসিম উদ্দিনের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, জরিমানা ব্যতিত মূল কর ও ফি জমা প্রদান করে সব প্রকার মোটরযানের কাগজপত্র (ফিটনেস, ট্যাক্স টোকেন, অগ্রিম আয়কর, রুট পারমিট) এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময়সীমা আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত শেষবারের মতো বাড়ানো হলো। জনস্বার্থে এটি অবিলম্বে কার্যকর হবে।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]