
সাংবাদিকতা নিয়ে কাজ করতে হলে মালিকপক্ষকে সাংবাদিকদের যথাযথ মর্যাদা ও যৌক্তিক বেতন নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
এসময় শফিকুল আলম বলেন, ‘ভবিষ্যতে গণমাধ্যমে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো যেন হস্তক্ষেপ করতে না পারে, তা নিশ্চিত করতে হবে।’
তিনি আরও বলেন, ‘সাংবাদিকতা নিয়ে কাজ করতে হলে মালিকপক্ষকে সাংবাদিকদের যথাযথ মর্যাদা ও যৌক্তিক বেতন নিশ্চিত করতে হবে।’
আলোচনা সভায় সাংবাদিকতায় কপিরাইট আইন আরও জোরদার করার ওপরও গুরুত্ব দেন প্রেস সচিব।
এর আগে বৃহস্পতিবার রাতে ফেসবুকে নিজের সম্পদের বিবরণী তুলে ধরেন শফিকুল আলম।
বিবার্তা/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]