'গণঅভ্যুত্থানে আহতদের পুলিশের বিভিন্ন ইউনিটে কাজের ব্যবস্থা করা হবে'
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৫, ১৪:১৪
'গণঅভ্যুত্থানে আহতদের পুলিশের বিভিন্ন ইউনিটে কাজের ব্যবস্থা করা হবে'
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের পুলিশের বিভিন্ন ইউনিটে কাজের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।


মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি)-এর কার্যালয় পরিদর্শন শেষে এ কথা জানান তিনি।


এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর অনেকেই দেশ থেকে পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিলেন। এর মূল কারণ, সেসময় সরকার ছিল না। তবে, অন্তর্বর্তী সরকার গঠনের পর অভিযুক্ত কাউকে দেশত্যাগ করতে দেওয়া হয়নি।


তিনি বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের পুলিশের বিভিন্ন ইউনিটে কাজের ব্যবস্থা করা হবে। আপাতত ১০০ জনকে নেওয়া হবে। পর্যায়ক্রমে এই কার্যক্রম আরও বাড়ানো হবে।


এ ছাড়া ট্রাফিক বিভাগে অবসরপ্রাপ্ত ব্যক্তিদের নিয়োগ দেওয়ার কাজ চলছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।


র‍্যাব বিলুপ্তির বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম বলেন, সংস্কার কমিশনের রিপোর্ট এখনও হাতে পায়নি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।


তিনি আরও বলেন, আওয়ামী লীগের আমলে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনার কাজ চলছে। যত দ্রুত সম্ভব মানিলন্ডারিংয়ের রিপোর্ট দিতে সিআইডিকে নির্দেশ দেওয়া হয়েছে।


যানজট নিয়ন্ত্রণের বিষয়ে তিনি বলেন, এক হাজার ছাত্রদের ট্রাফিক ডিউটিতে নেওয়ার জন্য প্রোপোজাল লেটার দেওয়া হয়েছে। যারা ৩ থেকে ৪ ঘণ্টা ডিউটি করবে।


বিবার্তা/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com