
বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান পদে অতিরিক্ত সচিব মো. রেজানুর রহমান যোগদান করেছেন।
রবিবার (৫ জানুয়ারি) এক বার্তায় এ তথ্য জানায় পেট্রোবাংলা। পেট্রোবাংলায় যোগদানের পূর্বে তিনি বিদ্যুৎ বিভাগে অতিরিক্ত সচিব পদে কর্মরত ছিলেন।
রেজানুর রহমান বিসিএস (প্রশাসন) ক্যাডার ১৭ তম ব্যাচে ১৯৯৮ সালে যোগদান করেন। কর্মকালীন সময়ে তিনি মাঠ প্রশাসনে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী অফিসার ও ডিডিএলজি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এ ছাড়া তিনি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) পরিচালক এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
রেজানুর রহমান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল বিভাগ থেকে স্নাতক ও আইটিসি, নেদারল্যান্ডস থেকে প্রফেশনাল মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
বিবার্তা/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]