খসড়া তৈরির প্রক্রিয়ায় সব পক্ষকেই অন্তর্ভুক্ত করা হবে: পরিবেশ উপদেষ্টা
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৫, ২০:১৫
খসড়া তৈরির প্রক্রিয়ায় সব পক্ষকেই অন্তর্ভুক্ত করা হবে: পরিবেশ উপদেষ্টা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জুলাই ঘোষণাপত্রের খসড়া তৈরির প্রক্রিয়ায় সব পক্ষকেই অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।


বুধবার (১ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।


রিজওয়ানা হাসান বলেন, শিক্ষার্থীরা ‘জুলাই প্রোক্লেমেশন’ ঘোষণা করতে সরকারকে ১৫ দিন সময় দিলেও এর খসড়া তৈরির কাজ এখনও শুরু হয়নি। খসড়া তৈরির প্রক্রিয়ায় সব পক্ষকেই অন্তর্ভুক্ত করা হবে। এ নিয়ে মতভেদ হওয়ার কোনো শঙ্কা নেই।


তিনি বলেন, ১৫ জানুয়ারির মধ্যে জুলাই ঘোষণাপত্র জারির আহ্বান জানিয়েছে শিক্ষার্থীরা। এই সময়ের মধ্যে আমরা বিষয়টি অবশ্যই ইতিবাচকভাবে দেখব। এটা অসম্ভব কোনো কিছু না।


পরিবেশ উপদেষ্টা বলেন, নতুন বছরে সরকারের প্রধান কার্যক্রম হবে জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং সংস্কার শেষ করে নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ ঘোষণা। আমরা নির্বাচন ও সংস্কার দুটোকেই প্রাধান্য দিচ্ছি।


শেখ হাসিনার বিচারের বিষয়ে তিনি বলেন, সরকার চায় শেখ হাসিনার উপস্থিতিতে তার বিচার হবে। সেটি করা না গেলে যে প্রক্রিয়ায় বিচার হবার কথা সেভাবেই হবে।


রিজওয়ানা হাসান বলেন, দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে অন্তর্বর্তী সরকার এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি। এছাড়া নির্বাচনে কোন দল অংশগ্রহণ করবে আর কোন দল করবে না, এটাতো আমরা বলে দেব না।


বিবার্তা/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com