
অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
বুধবার (১ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এসময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনতে না পারলে ঢাকা-দিল্লি সম্পর্ক কি স্বাভাবিক থাকবে? এ প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দুটোই পাশাপাশি চলবে। এটা একটা ইস্যু। তবে আমাদের আরও অনেক স্বার্থের ইস্যু আছে। সেটাও চলবে।
তিনি বলেন, নতুন বছরে যুক্তরাষ্ট্র, চীন ও ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে। এরই অংশ হিসেবে চলতি মাসেই দ্বিপাক্ষিক সফরে চীনে যাচ্ছি।
মিয়ানমারের রাখাইন পরিস্থিতির ওপর সরকার নজর রাখছে জানিয়ে তৌহিদ হোসেন বলেন, রাখাইন পরিস্থিতি পাল্টে গেছে। এ অবস্থায় রোহিঙ্গা সংকট সমাধান সরকারের সামনে বড় চ্যালেঞ্জ। অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে হবে।
ভারতের সঙ্গে গঙ্গা চুক্তি নবায়ন টেকনিক্যাল বিষয়। গঙ্গা পানিবণ্টন চুক্তি নিয়ে আলোচনা শুরু হয়েছে বলেও তিনি।
বিবার্তা/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]