খুলেছে বনানী-কাকলী ক্রসিং
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৪, ১৭:২৪
খুলেছে বনানী-কাকলী ক্রসিং
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

যানজট নিরসনের জন্য প্রায় দুই মাস বন্ধ থাকার পর রাজধানীর বনানী-কাকলী ক্রসিং খুলে দেওয়া হয়েছে।


শনিবার (৭ ডিসেম্বর) ডিএমপির গুলশান ট্রাফিক বিভাগের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।


ট্রাফিক বিভাগের পক্ষ থেকে জানা যায়, বনানী কবরস্থানের সামনের ক্রসিং খুলে দেওয়া হয়েছে। এখন থেকে বনানী ২৭ নম্বর রোড দিয়ে কবরস্থান ক্রসিং পার হয়ে এয়ারপোর্টে যাওয়া যাবে। তবে ২৭ নম্বর রোড ওয়ান ওয়ে (একমুখী) করা হয়েছে।


এতে বলা হয়, কামাল আতাতুর্ক রোড থেকে ২৭ নম্বর হয়ে এয়ারপোর্ট রোডে গাড়ি যেতে পারবে। তবে এয়ারপোর্ট রোড থেকে বনানী ২৭ নম্বর রোডে ঢুকতে পারবে না।


এছাড়াও বনানী রোড নং ১, ৪, ১৬, ১৮, ২০, ২২, ২২ (ব্লক কে), ২৪, ২৬, ২৮ থেকে ২৭ নম্বর হয়ে শুধু এয়ারপোর্ট রোডে যাওয়া যাবে। বনানী রোড নম্বর ১, ৪, ১৬, ১৮, ২০, ২২, ২২ (ব্লক কে), ২৪, ২৬, ২৮ থেকে যারা কামাল আতাতুর্ক রোডে যেতে চান তারা ২৩ নম্বর রোড ব্যবহার করতে পারবেন।


এর আগে গত ১৭ অক্টোবর ডিএমপির ট্রাফিক বিভাগ থেকে ঢাকা ময়মনসিংহ হাইওয়ে সড়কের চাপ সামলাতে ও রাজধানীর যানজট নিরসনে কাকলী -নানী ক্রসিংয়ের রাইট টার্ন বন্ধ করে দেওয়ার কথা জানানো হয়।


বিবার্তা/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com