![](http://www.bbarta24.net/templates/bbarta/images/main-logo.png)
যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সম্পর্কে সঠিক তথ্য তুলে ধরতে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজ-এর ৩০ সদস্যের একটি প্রতিনিধি দল ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
প্রতিনিধি দলে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দুবাই, কানাডা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া ও গ্রিসের প্রতিনিধিরা ছিলেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।
সাক্ষাৎকালে তারা প্রধান উপদেষ্টাকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং প্রবাসীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার বিভিন্ন দাবি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। তারা প্রধান উপদেষ্টার কাছে তাদের লিখিত বক্তব্য ও দাবি পেশ করেন।
প্রতিনিধি দলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, আপনাদের সঙ্গে আলোচনার সুযোগ সবে শুরু হয়েছে। তবে, সময়ের অভাবে বেশি আলোচনা হলো না। আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সঙ্গে কথা শুনলাম। লিখিত চিঠি থেকে বিস্তারিত জানব। এগুলো পরে আলোচনা করা হবে। সূত্র: বাসস
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]