সীমান্তে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত বিজিবি
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৪, ১৪:৪৯
সীমান্তে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত বিজিবি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সীমান্তে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) সম্পূর্ণ প্রস্তুত ও সতর্ক রয়েছে বলে জানিয়েছে বিজিবি সদর দফতর।


মঙ্গলবার (৩ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।


বিঞ্জপ্তিতে বলা হয়, সীমান্তে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কিংবা অপতৎপরতা রোধে বিজিবি সম্পূর্ণ প্রস্তুত ও সতর্ক রয়েছে।


উল্লেখ্য, প্রতিবেশী দেশ ভারতের আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা চালানো হয়। এরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছে বাংলাদেশের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষেরা।


এছাড়া হাই কমিশনে হামলার কারণে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতির মাধ্যমে প্রতিক্রিয়াও জানানো হয়েছে।


এরপর আজ (৩ ডিসেম্বর) ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে জানিয়েছে ত্রিপুরা রাজ্য সরকার। এছাড়া এ ঘটনায় তিন পুলিশ কর্মকর্তাকে বরাখাস্ত করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত সাত জনকে আটক করা হয়েছে।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com