
গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে প্রাতিষ্ঠানিক সংস্কারের পর অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় নির্বাচন আয়োজন করবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম।
শনিবার (২৩ নভেম্বর) রাজধানী বিজ্ঞান কলেজে বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করতে নানা ষড়যন্ত্র করে ছাত্রদের বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে।
গণঅভ্যুত্থানের চেতনা অনুযায়ী দেশ চলছে জানিয়ে তিনি বলেন, লুটপাট, অর্থ পাচার, গুম ও খুনের বিচার করা হবে।
এসময় উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে তথ্য উপদেষ্টা বলেন, আমাকে মাননীয় ও মহোদয় বলার দরকার নেই, আমি আপনাদের ভাই।
বিবার্তা/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]