নিজেকে দশে চার দিতে চান আইন উপদেষ্টা
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৪, ০২:০৬
নিজেকে দশে চার দিতে চান আইন উপদেষ্টা
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

অন্তর্বর্তী সরকারের ১০০ দিনের কার্যক্রমে নিজের কাজের মূল্যায়নের নিজেকে দশের মধ্যে চার নম্বর দিতে চান আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, আমি আমার কাজের নম্বর দিলে দশের মধ্যে ৪ দেবো। মঙ্গলবার, সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন।


উপদেষ্টা আসিফ নজরুল বলেন, যে কাজগুলো করতে পারিনি সেটা আমার অভিজ্ঞতার ঘাটতি আছে বা হয়তো আমার যোগ্যতারও ঘাটতি আছে। কিন্তু বারবার একটা কথা বলি আমার প্রচেষ্টার ঘাটতি নাই এবং আমি কোনোদিনও সন্তুষ্ট না আমার কাজে। আল্লাহর কাছে দোয়া করি আমার জন্য কাজটা সহজ করে দাও আমি যেন আরও কাজ করতে পারি। দশের মধ্যে আমি খুব বেশি হলে চার দেব নিজেকে।


তিনি বলেন, আগে তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতাম, এখন দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছি। ফলে আইন মন্ত্রণালয় শতভাগ সময় দিয়ে কাজ করতে পারিনি। তবে আপনাদের একটা কথা বলতে পারি, প্রতিদিন কমপক্ষে ১২ ঘণ্টা কাজ করেছি। কোনও অন্যায় করিনি, ভুল করতে পারি। যোগ্যতা ও অভিজ্ঞতা আমার কম থাকতে পারে। কিন্তু প্রচেষ্টার কোনও কমতি ছিল না।


নিজের কাজে সন্তুষ্ট নন উল্লেখ উপদেষ্টা বলেন, আমি ধর্মপ্রাণ মানুষ। রাতে যখন একা থাকি তখন আল্লাহর কাছে দোয়া করি, বলি যে ছাত্র-জনতার অভ্যুত্থানের বিনিময়ে তিনি আমাকে যে সুযোগটা দিয়েছেন, সেটা আমি যেন অনেস্টলি করে যেতে পারি। আমার কাজটা যেন আল্লাহ সহজ করে দেন।


এ সময় আমলাতান্ত্রিক জটিলতা নিয়েও কথা বলেন তিনি। আইন উপদেষ্টা ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ছাত্র-জনতার আন্দোলন দমনে দায়ের করা প্রায় সব ফৌজদারি মামলা প্রত্যাহার করা হয়েছে বলে জানান।


ড. আসিফ নজরুল আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার সাইবার নিরাপত্তা আইনকে প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে প্রতিস্থাপনের প্রস্তুতি নিচ্ছে।


তিনি জানান, বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করতে বিচারপতি, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের কর্মী এবং আইন মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ ৪ হাজার ৩০০ জনকে নিয়োগের ব্যবস্থা করেছে মন্ত্রণালয়। এসব নিয়োগের ফলে যারা মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগে হয়রানির শিকার হয়েছেন, সেব মামলা প্রত্যাহার সহজ হবে।


উপদেষ্টা উল্লেখ করেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনসহ বেশ কিছু আইনকে আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার জন্য সংশোধনী আনা হয়েছে। প্রস্তাবিত সংশোধনীগুলো বুধবার উপদেষ্টা পরিষদে উপস্থাপন করা হবে বলেও জানিয়েছেন আইন উপদেষ্টা।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com