গুজব রটনাকারীরা দেশের শত্রু: স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৪, ১৭:৫৯
গুজব রটনাকারীরা দেশের শত্রু: স্বরাষ্ট্র উপদেষ্টা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশ বন্দর সবার জন্য উন্মুক্ত। পাকিস্তান থেকে জাহাজে অস্ত্র আনার গুজব রটনাকারীরা দেশের শত্রু।


১৯ নভেম্বর, মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।


এসময় পাশের দেশের মিডিয়া বাংলাদেশ নিয়ে নানা ধরনের অপপ্রচার করছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পার্শ্ববর্তী দেশের মিডিয়ায় বাংলাদেশ সম্পর্কে অপপ্রচার চালানো হচ্ছে। এসব মিথ্যার কাউন্টার দিতে পারবেন? আমি বললে বিশ্বাস করবেন না।


জাহাঙ্গীর আলম বলেন, আমাদের যে ভুল হয় না তা নয়, আমাদের ভুল হলে ধরিয়ে দেন। আমাদের কেউ যদি অপরাধ করে প্রকাশ করেন। কিন্তু মিথ্যা বা ভুল সংবাদ দেবেন না। এতে পার্শ্ববর্তী দেশ সুবিধা পেয়ে যায়।


পুলিশের কাজের অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, পুলিশের মনোবল আগের চেয়ে বেড়েছে। গ্রাফটা নিচের দিকে নেমে গেলে খারাপ। গ্রাফটা কিন্তু আস্তে আস্তে উপরের দিকে উঠেছে। মনোবল দুইদিনে চেঞ্জ হয় না। একটু সময় লাগে। আপনারা সময় না দিলে এটা সম্ভব না। আমার কাছে জাদুর মতো কিছু নেই।


যেসব পুলিশ সদস্য এখনো কাজে যোগদান করেনি তারা আইনের দৃষ্টিতে অপরাধী উল্লেখ করে উপদেষ্টা বলেন, যারা জয়েন করেনি তারা আমাদের চোখে ক্রিমিনাল। তাদের আইনের আওতায় অবশ্যই আনা হবে। আপনারা খোঁজ নিতে পারলে আমি ধরবো। আপনারা খোঁজ নিয়ে জানান।


এদিন সকাল থেকে সেনাবাহিনী, চট্টগ্রাম মেট্রোপলিটন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর সঙ্গে মতবিনিময় করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।


উল্লেখ্য, পাকিস্তানের করাচি থেকে ছেড়ে আসা এমভি ইউয়ান জিয়ান ফা ঝং' জাহাজটি সোমবার (১১ নভেম্বর) চট্টগ্রাম বন্দরে নোঙ্গর করে। সেটিতে ৩২৮ টিইইউএস কনটেইনারে শিল্পের কাঁচামাল ও নানা ভোগ্যপণ্য থাকলেও জাহাজে করে অস্ত্র এসেছে একটি মহল এমন তথ্য ছড়িয়েছে।


বিবার্তা/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com