
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে টিস্যু পেপার কারখানার গুদামে লাগা আগুন চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।
সোমবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে বলে জানায় ফায়ার সার্ভিস।
এর আগে সোমবার ভোর ৫টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকায় ওই টিস্যু গোডাউনে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
পরে সোনারগাঁ, গজারিয়া, গজারিয়া বিসিক ফায়ার স্টেশন, বন্দর, কাঁচপুর ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
আগুন কীভাবে লেগেছে তাৎক্ষণিক জানা যায়নি। এ ছাড়া কোনো হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন জানান, ভোরে আগুন লাগার খবর পেয়ে নেভানোর কাজে অংশ নেন তারা। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও বলা যাচ্ছে না।
ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের ঘোষণা দিলেও উপর তলার একটি ফ্লোরে এখনো খন্ড খন্ড ভাবে কিছু জায়গায় জ্বলছে আগুন।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]