
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, এশিয়ায় বাংলাদেশ ভারতের সর্বোচ্চ রপ্তানিকারক দেশ। একটি সমৃদ্ধ বাংলাদেশ ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তেমনি সমৃদ্ধ ভারত বাংলাদেশের কাছেও গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।
বাংলাদেশ-ভারত একে অন্যের প্রতি আগের থেকে বেশি নির্ভরশীল বলে উল্লেখ করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। এ সম্পর্ক পারস্পরিক স্বার্থ, সংস্কৃতি, বাণিজ্য ও নিরাপত্তার ওপর ভিত্তি করে বলে মনে করেন তিনি।
রবিবার (১৭ নভেম্বর) রাজধানীর সোনারগাঁও হোটেলে বে অব বেঙ্গল কনভারসেশনে ভারতীয় হাইকমিশনার এসব কথা বলেন।
প্রণয় ভার্মা বলেন, ‘বাংলাদেশ ও ভারতের সম্পর্ক যেভাবেই বর্ণনা করা হোক না কেন, আমি বিশ্বাস করি, দু্ই দেশের মানুষের মধ্যে সম্পর্ক রয়েছে। আমাদের এ সম্পর্ক পারস্পরিক স্বার্থ, সংস্কৃতি, বাণিজ্য এবং নিরাপত্তার ওপর ভিত্তি করে রয়েছে।’
ভারতীয় হাইকমিশনার বলেন, সন্ত্রাসের ক্ষেত্রে বাংলাদেশের জিরো টলারেন্স দুই দেশের সম্পর্ক গভীর করেছে এবং ভবিষ্যতেও করবে। আমাদের সম্পর্ক আগের চেয়েও বেশি একে অপরের প্রতি নির্ভরশীল।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]