গণভবন পরিদর্শনে ড. ইউনূস
ডিসেম্বরের মধ্যে জাদুঘরের প্রস্তাব চূড়ান্ত করার নির্দেশ
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪, ১৭:৩৪
ডিসেম্বরের মধ্যে জাদুঘরের প্রস্তাব চূড়ান্ত করার নির্দেশ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

গণভবনকে দ্রুত জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান জাদুঘর নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।


২৮ অক্টোবর, সোমবার গণভবন পরিদর্শনে গিয়ে এ নির্দেশনা দেন তিনি।


এ সময় প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, আয়নাঘর (মিরর হাউস), যেখানে বৈষম্যমূলকভাবে হাসিনার কুখ্যাত নিরাপত্তা সংস্থা শত শত বিরোধী কর্মীকে গোপনে আটকে রেখেছিল, তার একটি প্রতিরূপ গণভবনে নির্মাণ করা উচিত। আয়নাঘর যেন দর্শকদের গোপন বন্দীদের অত্যাচারের কথা মনে করিয়ে দেয়।


প্রধান উপদেষ্টা বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে ডিসেম্বরের মধ্যে জাদুঘরের জন্য প্রস্তাব চূড়ান্ত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।


গণভবন পরিদর্শনকালে প্রধান উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন তিন উপদেষ্টা যথাক্রমে আদিলুর রহমান খান, নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। এ ছাড়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমও উপস্থিত ছিলেন।


সেখানে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ২০০৯ সাল থেকে হাসিনা শাসনের সব অপকর্ম জাদুঘরে সংরক্ষণ করা হবে।


তিনি আরও বলেন, অন্যান্য দেশের বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করা হচ্ছে। তারা কীভাবে বিপ্লব ও বিদ্রোহ স্মরণে স্মারক নির্মাণ করেছে সেগুলো থেকে ধারণা নেওয়া হচ্ছে।


বিবার্তা/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com