নীলক্ষেত অবরোধ করেছে সাত কলেজের শিক্ষার্থীরা
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৪, ১৪:১৮
নীলক্ষেত অবরোধ করেছে সাত কলেজের শিক্ষার্থীরা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

নীলক্ষেত মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন সাত কলেজের শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল ও স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দাবিতে সড়ক অবরোধ করেন তারা। এর ফলে দুটি মোড়ের সংযুক্ত সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে।


২১ অক্টোবর, সোমবার দুপুরে নীলক্ষেত মোড়ে অবস্থান নেন তারা। এর আগে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়েছিলেন। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের জন্য কোনো কমিটি বা কমিশন করে দেওয়ার আশ্বাস দিলে কর্মসূচি প্রত্যাহার করবেন বলে জানান শিক্ষার্থীরা।


‘টু জিরো টু ফোর-অ্যাফিলিয়েটেড নো মোর’, ‘শিক্ষা না বাণিজ্য-শিক্ষা শিক্ষা’, ‘ঢাবির প্রহসন মানি না মানব না’, ‘ঢাবির জায়গায় ঢাবি থাক-সাত কলেজ মুক্তি পাক’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা।


শিক্ষার্থীদের অভিযোগ, শেখ হাসিনা সরকারের অপরিকল্পিত অধিভুক্তকরণের খেসারত দিচ্ছেন তারা। পাশাপাশি সেবা নিয়েও সন্তুষ্ট নন তারা। ঢাবির রেজিস্ট্রার বিল্ডিংয়ে তাদের হয়রানির শিকার হতে হয় বলে অভিযোগ করেন তারা।


সরেজমিনে দেখা যায়, নীলক্ষেত মোড়ে কয়েকশ শিক্ষার্থী অবস্থান নিয়েছেন। তাদের অবরোধের কারণে নীলক্ষেত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, বকশিবাজার, সাইন্সল্যাব, আজিমপুর কবরস্থানের দিকে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।


আন্দোলনের সংগঠক ও ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মেহেদি হাসান বলেন, আমাদের ৭টি কলেজ দীর্ঘদিন থেকে বৈষম্যের শিকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন থেকে বের হয়ে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যেতে চাই না। আমরা এই বৈষম্য থেকে বের হয়ে একটি স্বতন্ত্র প্লাটফর্ম চাই। সেটি হতে পারে একটি বিশ্ববিদ্যালয়। এই দাবি নিয়ে আমরা আজ অবরোধ করেছি।


সাত কলেজকে একটি স্বতন্ত্র প্লাটফর্মে রূপ দিতে কোনো কমিটি বা কমিশন গঠন করার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হবে বলে জানান তিনি।


বিবার্তা/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com