রাতভর বৃষ্টি, সকালে ভোগান্তি
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৪, ১০:৫৩
রাতভর বৃষ্টি, সকালে ভোগান্তি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

মৌসুমি বায়ুর প্রভাবে কখনও কম, কখনও বা বেশি, এইভাবেই বৃষ্টি ঝরছে রাজধানীজুড়ে। এদিকে, আকাশের মেঘের বিচরণ দিনভর ভোগান্তির বার্তা দিচ্ছে।


৩ অক্টোবর, বৃহস্পতিবার সকাল থেকেই বৃষ্টিতে ভিজে গন্তব্যে যেতে হচ্ছে রাজধানীবাসীকে।


রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে থেমে থেমে বৃষ্টিতে সিএনজি ও রিকশা চালকরা বেশি ভাড়া দাবি করছে। এতে বিভিন্ন প্রয়োজনে যারা রাস্তায় বের হয়েছেন, তাদের ভোগান্তি বেড়েছে।


বুধবার (২ অক্টোবর) সন্ধ্যার পর রাজধানীতে দেড় ঘণ্টা ধরে মুষলধারে বৃষ্টি হয়। মূলত সন্ধ্যা ৭টার পর শুরু হয় বৃষ্টি। টানা সে বৃষ্টি চলে রাত সাড়ে ৮টা পর্যন্ত। এরপর আবার শুরু হয় রাতে।


রাতে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে অনেকেই পড়েন ভোগান্তিতে। সেই বৃষ্টি অব্যাহত ছিল রাতভর। এতে ডুবে গেছে রাজধানীর অনেক এলাকার অলিগলি। এখনও কোথাও গুঁড়িগুঁড়ি, আবার কোথাও হালকা বৃষ্টি হচ্ছে। একদিকে রাস্তায় পানি, অন্যদিকে বৃষ্টিতে রাস্তায় যানবাহনের সংখ্যাও কমে গেছে। এর ফলে সকালে কাজে বের হওয়া সাধারণ মানুষ, শিক্ষার্থীরা পড়েছেন ভোগান্তিতে।


টানা বৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে রাজধানীর বিভিন্ন সড়ক ও এলাকায়। রাস্তায় কোথাও হাঁটুপানি, কোথাও কোমরপানি দেখা গেছে। পানি জমে যাওয়ার কারণে বিভিন্ন সড়কে সকালেই যানজট তৈরি হয়েছে।


রাজধানীর রাজারবাগ, শান্তিনগর, বেইলি রোড, মালিবাগ, মৌচাক, পল্টন, মতিঝিল, ধানমন্ডি ও পুরান ঢাকার অধিকাংশ গলিতে বৃষ্টির পানি আটকে আছে বলে খবর পাওয়া গেছে। ফলে বিভিন্ন প্রয়োজনে যারা রাস্তায় বের হয়েছেন তাদের ভোগান্তি বেড়েছে। চরম বিপাকে পড়েছেন অফিস ও স্কুলগামীরা।


এদিকে রাজধানীর বংশালে আলু বাজার এলাকায় বৃষ্টির পানি মাড়িয়ে যাওয়ার সময় বৈদ্যুতিক খাম্বায় সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্টে মো. ইব্রাহীম (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে জুতার কারখানার শ্রমিক ছিল। বুধবার (২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।


শিশুটিকে উদ্ধারকারী পথচারী মো. শাহাবুদ্দিন বলেন, বৃষ্টির পানি জমে ছিল সড়কে, বৈদ্যুতিক খাম্বার পাশ দিয়ে ওই শিশুটি হেঁটে যাচ্ছিল, সেখানে খাম্বার হাত লেগে বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে রাত পৌনে ১০টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগের নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জানিয়েছেন, বৃহস্পতিবার উত্তরাঞ্চল অর্থাৎ রংপুর ও রাজশাহীতে কম বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি বিভাগগুলোর অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে।


বুধবার রাতে দেওয়া আবহাওয়ার সবশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।


অন্যদিকে, দেশের চার সমুদ্রবন্দরে জারি করা তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। যে কারণে বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com