
২০২৩ সালে শাহীন আল মামুন (৪০) নামে এক ব্যক্তিকে অপহরণ করে ২ কোটি টাকা মুক্তিপণ দাবির অভিযোগে আলোচিত সাবেক ডিবিপ্রধান হারুন অর রশিদকে প্রধান আসামি করে সিদ্ধিরগঞ্জে একটি মামলা হয়েছে। মামলায় ৭ জনের নাম উল্লেখসহ আরও ৫-৭ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
মামলা হওয়ার সত্যতা নিশ্চিত করে সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন বলেন, গত ২৫ সেপ্টেম্বর ভুক্তভোগী শাহীন আল মামুন সাবেক ডিবিপ্রধান হারুন অর রশীদসহ সাতজনের বিরুদ্ধে নারায়ণগঞ্জ আদালতে অপহরণ ও মুক্তির দাবির অভিযোগে মামলার আবেদন করেন। আদালতের আদেশে মামলাটি থানায় রেকর্ড করা হয়। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মামলার বাদী শাহীন আল মামুন সিদ্ধিরগঞ্জের ৪ নম্বর ওয়ার্ডের ওয়াপদা কলোনি এলাকার বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে।
মামলার অন্য আসামিরা হলেন—সাবেক যুগ্ম কমিশনার ও সাবেক ডিবির সেকেন্ড ইন কমান্ড সঞ্জিত কুমার রায়, সিলেট জেলার আজিজুল রহমানের ছেলে জাকারিয়া ইফতেখার শামীম (৪৫), ঢাকা জেলার কোতোয়ালি থানার আব্দুর রহমানের ছেলে কে এম রুবেল (৪৫), ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের নূর হোসেনের ছেলে মোহাম্মদ মালেক (৪২), সিদ্ধিরগঞ্জের মৃত আব্দুল হাইয়ের ছেলে মো. মহসীন ভূঁইয়া (৫৩), নোয়াখালী জেলার মৃত ফিরোজ আহাম্মেদের ছেলে বোরহান উদ্দিন আহাম্মেদ মিঠু (৫৫)।
ওসি আল মামুন জানিয়েছেন, মামলার বিষয়ে কোর্ট থেকে আদেশ এসেছে।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]