বৃষ্টি কমার ব্যাপারে সুখবর দিল আবহাওয়া অফিস
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১৬:০৫
বৃষ্টি কমার ব্যাপারে সুখবর দিল আবহাওয়া অফিস
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

টানা বৃষ্টিতে নাজেহাল দেশ। গভীর নিম্নচাপের প্রভাবে যশোরসহ দেশের সব বিভাগের অধিকাংশ স্থানে বৃষ্টিপাত হচ্ছে কম বেশি। দক্ষিণ-পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলে হচ্ছে অতিভারী বর্ষণ হচ্ছে।


তবে বৃষ্টি নিয়ে সুখবর জানালো আবহাওয়া অধিদপ্তর। সোমবার (১৬ সেপ্টেম্বর) থেকে দেশজুড়ে বৃষ্টির পরিমাণ কমতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। তবে আজ সারাদেশে বৃষ্টি অব্যাহত থাকবে।


১৫ সেপ্টেম্বর, রবিবার আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান এসব তথ্য জানিয়েছেন।


তিনি জানান, গতকাল শনিবার থেকেই বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি স্থল নিম্নচাপে পরিণত হয়ে যশোর ও খুলনা অঞ্চলে অবস্থান করছে । এটি বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গের দিকে চলে যাচ্ছে। তাই বৃষ্টির পরিমাণও কমে আসছে।


এদিকে এখনও সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত আর নদী বন্দরগুলোকে ২ নম্বর সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টি হয়েছে ৪৩ মিলিমিটার। সবচেয়ে বেশি হয়েছে পটুয়াখালীতে ২২৩ মিলিমিটার।


বিবার্তা/জেনি/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com