
ঢাকা থেকে হাতিয়া, বেতুয়া ও খেপুপাড়া রুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
শনিবার (১৪ সেপ্টেম্বর) উপকূলীয় অঞ্চলে বৈরি আবহাওয়া, সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত ও নদীতে প্রচন্ড রোলিং থাকার কারণে যাত্রীদের জানমালের নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নিয়েছে সংস্থটি।
বিআইডব্লিউটিএ জানিয়েছে, যাত্রীদের জানমালের নিরাপত্তার স্বার্থে ঢাকা থেকে হাতিয়া ও বেতুয়াগামী, বেতুয়া এবং হাতিয়া থেকে ঢাকাগামী নৌ যান চলাচল বন্ধ রাখা হয়েছে। এছাড়া ঢাকা থেকে খেপুপাড়া গামী এবং খেপুপাড়া থেকে ঢাকাগামী নৌযান চলাচলও বন্ধ রয়েছে।
বিবার্তা/এসএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]