আনসার সদস্যরা ছত্রভঙ্গ, ছাড়ছেন সচিবালয় এলাকা
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৪, ২২:৫৮
আনসার সদস্যরা ছত্রভঙ্গ, ছাড়ছেন সচিবালয় এলাকা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

শিক্ষার্থী ও পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে গেছেন সচিবালয়ের সামনে অবস্থান নেওয়া আনসার সদস্যরা। রাত সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আনসার সদস্যরা ওই এলাকা ছেড়ে চলে যাচ্ছিলেন।


কিছু আনসার সদস্য সচিবালয়ের ভেতরে ও বাইরে বিভিন্ন জায়গায় আটকা পড়েছিলেন। তাঁরা শিক্ষার্থীদের প্রহরায় সচিবালয় এলাকা ছাড়ছিলেন।


আহতদের রিকশায় করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন শিক্ষার্থীরা।


এর আগে সচিবালয় এলাকায় শিক্ষার্থী ও আনসারদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের কয়েকজন আহত হন। পরে শিক্ষার্থী ও পুলিশ আনসারদের ছত্রভঙ্গ করে দেয়। রাত সোয়া ১০টার দিকে ঘটনাস্থলে আসে সেনাবাহিনী।


সংঘর্ষে প্রায় ৪০ জন শিক্ষার্থী ও আনসার সদস্য আহত হন। সেখানে সেনাবাহিনীর সদস্যরাও ছিলেন।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com