ধর্মীয় প্রতিষ্ঠানে হামলার তথ্য জানাতে হটলাইন চালু
প্রকাশ : ১২ আগস্ট ২০২৪, ২২:৪৫
ধর্মীয় প্রতিষ্ঠানে হামলার তথ্য জানাতে হটলাইন চালু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ধর্মীয় প্রতিষ্ঠানে হামলার বিষয়ে তথ্য জানাতে একটি হটলাইন নম্বর চালু করেছে ধর্ম মন্ত্রণালয়।


সোমবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্দির, গির্জা, প্যাগোডা বা অন্য কোনো ধর্মীয় প্রতিষ্ঠান দুর্বৃত্ত কর্তৃক হামলা বা আক্রান্ত হলে তার তথ্য ০১৭৬৬-৮৪৩৮০৯ নম্বরে ফোন করে বা ক্ষুদেবার্তা পাঠিয়ে জানাতে অনুরোধ করা হয়েছে।


এর আগে দুপুরের দিকে অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন সংখ্যালঘুদের ওপর হামলা ঠেকাতে হটলাইন চালুর কথা বলেন। তার কয়েক ঘণ্টার মধ্যেই চালু হলো এই সেবা।


মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের পর সাংবাদিকদের বিফ্রিংয়ে ধর্ম উপদেষ্টা বলেন, “যারা এই ন্যাক্কারজনক হামলা উপাসনালয়ে করে, তারা মূলত দুর্বৃত্ত। আমরা চেষ্টা করব, তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার জন্য।’


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com