
জাতীয় সংসদ, গণভবনসহ বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনায় হামলা, ভাঙচুর ও লুটপাট হয়েছে। জাতীয় সংসদ ভবনের পাশাপাশি গণভবন হওয়ায় এই দুই স্থাপনা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
৬ আগস্ট, মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনে গিয়ে দেখা গেছে, সংসদের প্রতিটি গেটে সেনা সদস্যরা পাহারায় রয়েছেন। সেই সঙ্গে প্রতিটি গেটেই উৎসুক জনতার চাপ লক্ষ্য করা গেছে। কেউ সংসদ ভবনের ভেতরে প্রবেশ করছেন, আবার কেউ সংসদের ভেতরে ঘুরে আসছেন। ভেতরে গিয়ে কেউ ছবি তুলছেন আবার কেউ ভিডিও করছেন। এ সময় গতকাল জাতীয় সংসদ ভবনে উৎসুক জনতার প্রতিটি জায়গায় ক্ষতবিক্ষতের ছাপ দেখা গেছে।
সংসদ ভবন নির্মাণের পর জানালায় যেসব গ্লাস লাগানো হয়, সেগুলোও ভেঙে ফেলা হয়েছে বলে জানান সংসদের কর্মচারীরা।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]