‘আমরা সর্বদাই শান্তির পক্ষে’- স্লোগানের ব্যানার হাতে নিয়ে এফডিসিতে মানববন্ধন করেছেন চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলীগণ। ৩ আগস্ট, শনিবার সকালে ‘সম্মিলিত চলচ্চিত্র পরিষদ’ কোটাবিরোধী আন্দোলনের ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন।
একইসঙ্গে কোমলমতি মেধাবীদের আন্দোলন ছিনতাই করে ‘তৃতীয় পক্ষের’ সহিংসতার নিন্দা জানান।
চিত্রনায়িকা অঞ্জনা রহমান বলেন, ‘সব হত্যার বিচার হবে। আমি একজন মা হয়ে, বাংলাদেশের নাগরিক হয়ে চাইবো না দেশ ধ্বংস হোক। এর পেছনে কারা আছে সরকার জানে, আমরাও জানি। এখানে ঢাল হচ্ছে আমাদের কোমলমতি শিক্ষার্থীরা।’
অভিনেত্রী রোকেয়া প্রাচী বলেন, ‘মুক্তিযুদ্ধের বাংলাদেশে আজ ছাত্রদের ঘাড়ে বন্দুক রেখে চক্রান্ত করে রাষ্ট্রের সম্পদ নষ্ট করছে একটি মহল। তাদের আমরা সবাই চিনি। এই সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা পাচ্ছে না সাধারণ মানুষ থেকে শুরু করে সাংবাদিক-পুলিশ কেউই। কোটা আন্দোলনের দাবিতে সত্যিকারের ছাত্ররা যারা রাস্তায় আছেন তারা এই দায় নেবেন না। আপনাদের আন্দোলনকে ছিনতাই করে একদল রাষ্ট্রক্ষমতায় যেতে চায়, বিদেশ থেকে চক্রান্ত হচ্ছে। এই ফাঁদে পা দেবেন না।’
চলচ্চিত্র প্রযোজক খোরশেদ আলম খসরু বলেন, ‘ছাত্রদের আন্দোলনে আমাদের সর্মথন ছিল ও আছে। ছাত্ররা যা চেয়েছিল তার চেয়ে বেশি পেয়েছে। তবে ছাত্র আন্দোলন এখন আর ছাত্রদের হাতে নেই। এটি তৃতীয় পক্ষের হাতে চলে গেছে। এরপর থেকে ধ্বংসের পরিকল্পনা শুরু হয়েছে। বর্তমান পরিস্থিতিতে আর ছাত্র আন্দোলন নেই। তাই চলচ্চিত্রের সূতিকাগার থেকে ষড়যন্ত্রের বিরুদ্ধে মানববন্ধন করছি। এই দেশে আমরা শান্তি চাই। চলচ্চিত্র পরিষদ সবসময় শান্তির পক্ষে।’
চিত্রনায়িকা অরুণা বিশ্বাস বলেন, পৃথিবীর কোনো মা-বাবা সন্তানের মৃত্যুকামনা করে না, করতে পারে না। কোনো মৃত্যুই কামনা করি না। মেনে নেওয়া যায় না। আমি একজন মা হিসেবে এখানে এসেছি। প্রতিটি হত্যার বিচার চাই। সাধারণ মানুষ, ছাত্র, সাংবাদিক হত্যার বিচার চাই। পুলিশ ভাইদের মেরে যারা লাশ ঝুলিয়ে রেখেছে তাদেরও বিচার চাই। আমরা ছাত্রদের পক্ষে আছি। কিন্তু কিছু মানুষ আগুনে ঘি ঢালছে এটা আপনাদের মাথায় রাখতে হবে।
চিত্র পরিচালক ও প্রযোজক এফ এম শাহীনের সঞ্চালনায় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সম্মিলিত চলচ্চিত্র পরিষদের চিত্রনায়িকা রত্না, প্রযোজক আলিমুল্লাহ খোকন, সংগীতশিল্পী-পরিচালক এসডি রুবেল, পরিচালক হাবিবুল ইসলাম হাবিব, বজলুর রাশেদ চৌধুরী, এসএ হক অলিক, মোস্তাফিজুর রহমান মানিক প্রমুখ।
বিবার্তা/রোমেল/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]