
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, প্রাকৃতিক সম্পদের অবক্ষয় প্রতিরোধ এবং উন্নয়নের লক্ষ্যে 'ন্যাচারাল ক্যাপিটাল ম্যাপিং' করছে সরকার। এটি দেশের পরিবেশ ও বন সংরক্ষণ এবং আমাদের পরবর্তীতে ভবিষ্যত পরিকল্পনা ও নীতিমালা গ্রহণে সহায়ক হবে।
১ আগস্ট, বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বন অধিদপ্তরের 'টেকসই বন ও জীবিকা (সুফল) শীর্ষক প্রকল্পের আওতায় বাস্তবায়নাধীন- ন্যাচারাল ক্যাপিটাল ম্যাপিং' কাজের অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী এসব কথা বলেন।
পরিবেশমন্ত্রী বলেন, এ কার্যক্রমের আওতায় হ্রদ, হাওর, বাঁওড় টিলা এবং পার্বত্য অঞ্চল, বিল এবং ঝিলসহ প্রাকৃতিক জলাভ‚মির একটি সুস্পষ্ট মানচিত্র প্রস্তুত করা করা হচ্ছে। তিনি আরো বলেন, পাহাড়, পাহাড়ি অঞ্চল এবং প্রাকৃতিক জলাভ‚মির 'ন্যাচারাল ক্যাপিটাল ' এর ডেটাবেস সংরক্ষণ, দৃশ্যায়ন, প্রক্রিয়াকরণ এবং অনুসন্ধানের জন্য একটি এমআইএস সিস্টেম প্রস্তুত করা হবে.
তিনি আরো বলেন, একটি নির্দিষ্ট এলাকার প্রাকৃতিক মূলধন বোঝার মাধ্যমে বাস্তুতন্ত্রের পরিষেবা, কোন লোকদের বর্তমানে এই পরিষেবাগুলোর সবচেয়ে বেশি প্রয়োজন, এবং কোথায় সম্পদ তৈরি বা বর্ধিতকরণকে অগ্রাধিকার দেওয়া উচিত তা বোঝা যাবে। প্রাকৃতিক মূলধনের ম্যাপিং স্থানীয় সিদ্ধান্ত গ্রহণে এর বর্তমান এবং সম্ভাব্য মূল্যকে একীভ‚ত করার জন্য একটি কার্যকর কাঠামো তৈরি করতে সহায়ক হবে।
এছাড়াও মন্ত্রী প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন এবং প্রকল্পের ভবিষ্যৎ করণীয় নির্ধারণে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
বিবার্তা/রিন্টু/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]