
ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান হিসেবে পদায়ন করা হয়েছে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মহা. আশরাফুজ্জামানকে। এর আগে তিনি ডিএমপির অতিরিক্ত কমিশনার লজিস্টিক অ্যান্ড ফিনান্স প্রকিউরমেন্ট শাখার দায়িত্বে ছিলেন।
৩১ জুলাই, বুধবার ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ পদায়ন করা হয়।
এদিকে, ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে।
ডিএমপির (ঢাকা মেট্রোপলিটন পুলিশ) অতিরিক্ত কমিশনার ক্রাইম হিসেবে তাকে বদলি করা হলো।
একই আদেশে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) ড. খন্দকার মহিদ উদ্দিনকে ডিএমপির অতিক্তি কমিশনার লজিস্টিক ফিনান্স অ্যান্ড প্রকিউরমেন্ট হিসেবে বদলি করা হয়েছে। খন্দকার মহিদ ডিএমপির মুখপাত্র হিসেবে কাজ করতেন।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]