কোটা আন্দোলনে হেফাজতের যোগ দেওয়ার সংবাদ ভিত্তিহীন
প্রকাশ : ১৮ জুলাই ২০২৪, ১৪:৪৬
কোটা আন্দোলনে হেফাজতের যোগ দেওয়ার সংবাদ ভিত্তিহীন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

'দৈনিক মানবজমিন' অনলাইনে প্রচারিত কোটা আন্দোলনে হেফাজতের যোগ দেওয়ার সংবাদ ভিত্তিহীন বলে দাবি করেছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদ্রিস নদভী।


তিনি জানান, মানবজমিনের সংবাদ পুরোপুরি মিথ্যা। তিনি কোন কর্মসূচি ঘোষণা করেননি, এমনকি তিনি ১৭ জুলাই হাটহাজারিতে যাননি।


এছাড়া হাটহাজারিতে মাদ্রাসা ছাত্রদের একাংশ যে বিক্ষোভ করেছে তার সঙ্গে হেফাজতে ইসলাম বা তার নিজের কোন সম্পৃক্ততা নেই বলে জানান মাওলানা মীর ইদ্রিস।


১৮ জুলাই, বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।


তিনি লিখেন, 'হেফাজতের কর্মসূচি ঘোষণা বলে দৈনিক মানব জমিন এর বিভ্রান্তিকর নিউজ এর প্রতিবাদ। হেফাজত ইসলাম কোন কর্মসূচি ঘোষণা করেনি, আমি মীর ইদরীসও কোন কর্মসূচি ঘোষণা করিনি। আমি আজকে হাটহাজারী সদরেও যাইনি। আজকে হাটহাজারীতে মাদরাসা ছাত্রদের বিক্ষোভ এর সাথে আমার এবং হেফাজতের কোন সম্পৃক্ততা নাই।'


এর আগে গতকাল বুধবার (১৭ জুলাই) মানবজমিন অনলাইনে প্রচারিত এক সংবাদে দাবি করা হয়েছে কোটাবিরোধী আন্দোলনকারীদের পক্ষে বিক্ষোভের ঘোষণা করেছে হেফাজতে ইসলাম। প্রকাশিত সংবাদে বলা হয়, বুধবার (১৭ জুলাই) রাত ১০টার দিকে দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার সামনে ডাকবাংলো চত্বরে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে এ ঘোষণা দিয়েছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদ্রিস নদভী।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com