কোটা পদ্ধতি বাতিলের দাবিতে
‘বাংলা ব্লকেড’ কর্মসূচি ঘোষণা, কাফনের কাপড় গায়ে আন্দোলনে শিক্ষার্থীরা
প্রকাশ : ০৬ জুলাই ২০২৪, ১৮:৩৮
‘বাংলা ব্লকেড’ কর্মসূচি ঘোষণা, কাফনের কাপড় গায়ে আন্দোলনে শিক্ষার্থীরা
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আন্দোলনের ৬ষ্ঠ দিনে দাফনের কাফন গায়ে আন্দোলনে নেমেছে শিক্ষার্থী। ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ এবং ইডেন কলেজের শিক্ষার্থীরা একযোগে মিছিল বের করে এবং শাহবাগ অবরুদ্ধ করেছে। রবিবার (৭ জুলাই) পুরো দেশজুড়ে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করবেন কোটা পদ্ধতি বাতিলের দাবিতে আন্দোলনরত ছাত্র-ছাত্রীরা।


৬ জুলাই, শনিবার বিকেলে রাজধানীর শাহবাগ মোড়ে সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের শিক্ষার্থী নাহিদ ইসলাম এ ঘোষণা দেন। আগামীকাল দুপুর ৩টা থেকে শাহবাগ, নীলক্ষেত, নিউমার্কেট, চানকারপুল, সায়েন্স ল্যাব, মতিঝিলসহ সারাদেশে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো অবরোধ করে রাখার ঘোষণা দেন তিনি।


তিনি বলেন, আগামীকাল রবিবার বিকেল ৩টা থেকে সারাদেশে ‘বাংলা ব্লকেড’ সর্বাত্মক অবরোধ কর্মসূচির ঘোষণা করা হলো। সেই সঙ্গে নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি চলবে।


শাহবাগে অবস্থান নিয়ে তিনি বলেন, সারাদেশের সবগুলো কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগামীকাল থেকে আমাদের ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি বাস্তবায়ন করতে রাজপথে লড়াই করবে। আমাদের যৌক্তিক দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না।



আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দানকারী রিফাত রসিদ বলেন, আমাদের আবাসস্থল এখন রাজপথ। আগামীকাল থেকে আমাদের বিশ্ববিদ্যালয়, লাইব্রেরি, ক্লাসরুম এবং থাকার জায়গায় পরিণত হবে শাহবাগ। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব।


তিনি আরও বলেন, চার দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আগামীকাল রবিবার থেকে সব বিশ্ববিদ্যালয় ও কলেজে ক্লাস-পরীক্ষা বর্জন ও ছাত্র ধর্মঘট পালন করা হবে।


আন্দোলনকারীদের ৪ দফা দাবি হলো-
১. ২০১৮ সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখা।


২. পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠনপূর্বক দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরির সমস্ত গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দেওয়া (সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী ব্যতীত)।


৩. সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না এবং কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্যপদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দেওয়া।


৪. দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।


শনিবার (৬ জুলাই) দুপুর ৩ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ, ইন্সটিটিউট ও হল থেকে আলাদা আলাদা মিছিল এসে সেন্ট্রাল লাইব্রেরির সামনে জড়ো হয়। সেখান থেকে মিছিল বের করে মুহসিন হল-ভিসি চত্তর-টিএসসি-জগন্নাথ হলের মোড় হয়ে- বকশিবাজার-বুয়েট-পলাশী-আজিমপুর-ইডেন কলেজ-হোম ইকো- নীলক্ষেত ও রাজু ভাস্কর্য হয়ে শাহবাগে এসে থামে। শাহবাগ অবরোধ করে নিজেদের দাবি আদায়ের ব্যাপারে শক্ত অবস্থানের কথা জানান দেন শিক্ষার্থীরা।


বিবার্তা/মাহির/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com