গাবতলী-নারায়ণগঞ্জ মেট্রোরেল নির্মাণে ঋণ দিতে আগ্রহী চীন
প্রকাশ : ০৩ জুলাই ২০২৪, ২২:০৪
গাবতলী-নারায়ণগঞ্জ মেট্রোরেল নির্মাণে ঋণ দিতে আগ্রহী চীন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর গাবতলী থেকে সদরঘাট হয়ে নারায়ণগঞ্জ পর্যন্ত মেট্রোরেল-২ নামে পরিচিত প্রকল্পটি নির্মাণে প্রায় ৪৫ হাজার কোটি টাকা ঋণ দিতে আগ্রহী চীনের এক্সিম ব্যাংক। তবে এই প্রকল্পে প্রায় ৬০ হাজার কোটি টাকা খরচ হবে। এছাড়া চীনের এক্সিম ব্যাংকের অর্থায়নে ৯টি প্রকল্প বাস্তবায়ন করার পরিকল্পনা নিয়েও আলোচনা চলছে।


৩ জুলাই, বুধবার ইআরডির সম্মেলন কক্ষে বাংলাদেশ সফররত চীনের এক্সিম ব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)। এসময় সভায় নেতৃত্ব দেন অতিরিক্ত সচিব মিরানা মাহরুখ।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সভায় চীনের এক্সিম ব্যাংকের অর্থায়নে কি ধরনের প্রকল্প নিতে আগ্রহ বাংলাদেশ, তা জানানো হয়। সভায় ৯টি প্রকল্প নিয়ে আলোচনা হয়। মেট্রোরেল-২ ছাড়াও ভাঙা থেকে পায়রা বন্দর পর্যন্ত রেলপথ নির্মাণের প্রকল্পেও চীনের আগ্রহী বেশি। জানা গেছে, এই প্রকল্পে ৪১ হাজার কোটি খরচ হবে।


এছাড়া পিরোজপুরে কচা নদীর ওপর সেতু নির্মাণ এবং মুন্সিগঞ্জের মুক্তারপুর সেতু মেরামত, গাজীপুরের জয়দেবপুর থেকে জামালপুর পর্যন্ত মিশ্র গেজ রেলপথ নির্মাণ, পাবনার ঢালারচর থেকে ফরিদপুরের পাচুরিয়া পর্যন্ত ব্রডগেজ রেলপথ নির্মাণ, রাজবাড়ীতে একটি রেলওয়ে ওয়ার্কশপ নির্মাণ এবং ভৈরববাজার থেকে ময়মনসিংহ পর্যন্ত মিটারগেজ লাইন মিশ্র গেজে রূপান্তর প্রকল্পে চীনের এক্সিম ব্যাংক থেকে অর্থ পেতে চায় বাংলাদেশ।


এদিকে চীনের কাছ থেকে ৫০০ থেকে ৭০০ কোটি ডলারের সমপরিমাণ অর্থ চীনা মুদ্রায় পাওয়া নিয়েও বৈঠকে আলোচনা হয়।


বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, এই ধরনের বাণিজ্য সহায়তা কিংবা বাজেট সহায়তা অন্য দেশ বা সংস্থা থেকে নিলে সুদের হার কত, গ্রেস পিরিয়ডসহ মেয়াদ কত বছর, এসব তথ্য জানানো হয়।


ইআরডির একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, চীনের মুদ্রা ইউয়ানে ঋণ নিয়ে রফতানি উন্নয়ন তহবিলের আদলে একটি তহবিল গঠন করা হতে পারে। সেখানে বাংলাদেশের রফতানিকারকদের চীন থেকে আমদানির বিপরীতে ইউয়ানে অর্থ পরিশোধ করা হবে।


তবে আগামী ৮ থেকে ১১ জুলাই চীন সফর করতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সফরে রেল ও সড়ক যোগাযোগের প্রকল্পগুলোয় চীনা ঋণের বিষয়টির ঘোষণা আসতে পারে বলে ইআরডির একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com