
দলের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী (প্লাটিনাম জুবিলি) উপলক্ষ্যে ‘বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রা’ করছে বাংলাদেশ আওয়ামী লীগ। কর্মসূচিতে যোগ দিতে দলে দলে নেতাকর্মীরা এসে জড়ো হচ্ছেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ প্রাঙ্গণে।
২১ জুন, শুক্রবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান-সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ প্রাঙ্গণ থেকে এ র্যালি ও শোভাযাত্রা শুরু হচ্ছে; যা শাহবাগ, এলিফ্যান্ট রোড এবং মিরপুর রোড হয়ে ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে শেষ হবে। আর কিছুক্ষণ পরই শুরু হবে এ আনন্দ র্যালি ও শোভাযাত্রা।
এসময় নেতাকর্মীদের ট্রাক, গাড়ি ও মিছিলে মিছিলে আনন্দ র্যালি ও শোভাযাত্রা প্রাঙ্গণে আসতে দেখা যায়। নেতাকর্মীরা বঙ্গবন্ধু, শেখ হাসিনা ও আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত করে রাখেন পুরো এলাকা।
নেতাকর্মীরা বলেন, ২৩ জুনে আওয়ামী লীগের সৃষ্টি না হলে তাহলে হয়তো আমরা থাকতাম না, আমরা স্বাধীন হতে পারতাম না।
ইতোমধ্যে উপস্থিত হয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন সহ দলটির বিভিন্ন ইউনিট, সমমনা ও ভ্রাতৃপ্রতিম দলের নেতৃবৃন্দ।
র্যালি শুরুর আগে সংক্ষিপ্ত জনসভা হবে। সেখানে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা।
রাজধানী ঢাকার উত্তর প্রান্ত থেকে কর্মসূচিতে যোগদান করতে আসা নেতাকর্মীদের হাতিরঝিল, মগবাজার ও মৎস্য ভবনের সড়ক এবং ঢাকার দক্ষিণ প্রান্ত থেকে আসা দলীয় নেতাকর্মীদের গুলিস্তান, হাইকোর্ট মাজার, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সড়কসমূহ ব্যবহারের জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]