ভূমধ্যসাগরে নিহত ১১ বাংলাদেশির ৩ জনই মাদারীপুরের
প্রকাশ : ১৯ জুন ২০২৪, ১৭:৫২
ভূমধ্যসাগরে নিহত ১১ বাংলাদেশির ৩ জনই মাদারীপুরের
মাদারীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ইউরোপে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী দুইটি নৌকা ডুবে ইতালির দক্ষিণ উপকূলে নিহত ১১ জনের মধ্যে ৩ জনই মাদারীপুরের বলে জানা গেছে।


মঙ্গলবার (১৮ জুন) লিবিয়া হয়ে ইতালি যাবার উদ্দেশ্যে ইঞ্জিনচালিত নৌকায় সাগর পাড়ি দিতে গেলে দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু হয়। এ ঘটনায় ২৬ শিশুসহ ৬৪ জনের নিখোঁজের খবর পাওয়া গেছে।


পরিবারগুলোতে এখন চলছে শোকের মাতম। এ ঘটনায় নিখোঁজ রয়েছে ৬৪ জন। তাদের মধ্যে ২৬ জন শিশু রয়েছে। নিহতদের দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্বজনরা।


জানা যায়, মাদারীপুরের শিবচর পৌরসভার খানকান্দি এলাকার ইউনুস হাওলাদারের ছেলে আলী হাওলাদার সম্প্রতি দুবাই হয়ে লিবিয়া পৌঁছায়। এর আগেও একবার সমুদ্র পথে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ব্যর্থ হন তিনি। মঙ্গলবার আলী অন্যদের সঙ্গে সাগর পাড়ি দিতে গেলে দুর্ঘটনায় মোট ১১ জনের মৃত্যু হয়। এই ১১ জনের মধ্যে আরও ২ জন মাদারীপুরের বিভিন্ন এলাকার বলে নিহত আলীর স্বজনরা নিশ্চিত করেছে। এদের মধ্যে একজনের নাম সাব্বির বলে জানায় আলীর পরিবার। মাদারীপুরের এই ৩ জনসহ ওই নিহত ১১ জন ডুবে যাওয়া ট্রলারটির ইঞ্জিন রুমে ছিল।


নিহত আলী হাওলাদারের স্ত্রী রোমেনা আক্তার বলেন, দেশে থাকালীন সময়ে ইজিবাইক চালিয়ে সংসার চালাতো আলী। ভাগ্যের চাকা ঘুরাতে গিয়ে এভাবে মৃত্যু হবে মেনে নিতে পারছি না। পরিবারে ৬ বছরের এক ছেলে ও এক বছরের এক মেয়ে রয়েছে। এখন সংসার চালানো দায় হয়ে পড়বে।


আরও জানা যায়, নিহত আলী হাওলাদার ঈজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তার রাফিন (৬) ও রাবেয়া (১) নামের ২ শিশু সন্তান রয়েছে। দরিদ্র আলী হাওলাদার ধার দেনা করে পরিবারের স্বচ্ছলতার আশায় প্রায় ১৫ লাখ টাকা খরচ করে জীবনের ঝুঁকি নিয়ে সাগরপথে ইতালি যাত্রা করে। কিন্তু আলীর মর্মান্তিক মৃত্যুতে পরিবারজুড়ে চলছে শোকের মাতম।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com