
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।
২৯ মে, বুধবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।
যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ (ইউএসজি) বলছে, মিয়ানমারের মালউইক শহরের ৩১ কিলোমিটার পূর্ব-দক্ষিণে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৪। এর ফলে বাংলাদেশের রাজধানী ঢাকা, রাজশাহী, সিলেট, যশোর, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় মৃদু কম্পন অনুভূত হয়েছে। এর গভীরতা ছিল ৯৪ কিলোমিটার।
বিষয়টি নিশ্চিত করে আবহাওয়া অফিসের কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, ‘ঢাকা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রাথমিকভাবে জানতে পেরেছি, ভূমিকম্পটি ৫.৪ মাত্রার ছিল। এর উৎপত্তিস্থল ঢাকা থেকে ৪৩৯ কিলোমিটার দূরে মিয়ানমারে।’
এদিকে রাজধানীর অনেক বাসিন্দা ভূমিকম্প অনুভূত হওয়ার কথা জানিয়ে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। তবে মিয়ানমার বা বাংলাদেশে ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]