জাতীয় পতাকার অন্যতম নকশাকার
শিব নারায়ণ দাশের প্রতি জাসদ ও জাসদের সহযোগী সংগঠন, অঙ্গসংগঠনের শ্রদ্ধা
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৪, ১৭:৩৬
শিব নারায়ণ দাশের প্রতি জাসদ ও জাসদের সহযোগী সংগঠন, অঙ্গসংগঠনের শ্রদ্ধা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকা কেন্দ্রীয় শহিদ মিনারে জাতীয়তাবাদী সংগ্রাম—স্বাধীনতা সংগ্রামের অন্যতম অগ্রযোদ্ধা, জাতীয় পতাকার অন্যতম নকশাকার, বীর মুক্তিযোদ্ধা জাসদের সাবেক কেন্দ্রীয় নেতা শিব নারায়ণ দাশের মরদেহ আনা হয়। এ সময় তাকে রাষ্ট্রীয় সম্মাননা (গার্ড অব অনার) প্রদান করা হয়। রাষ্ট্রীয় সম্মাননা শেষে সর্বসাধারণের জন্য শ্রদ্ধা নিবেদন কার্যক্রম শুরু হয়।


২০ এপ্রিল, শনিবার সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে ঢাকা কেন্দ্রীয় শহিদ মিনারে তাকে সর্বসাধারণ শ্রদ্ধা নিবেদন করেন।


জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতার, সহ—সভাপতি আফরোজা হক রীনা, সহ—সভাপতি ফজলুর রহমান বাবুল, সহ—সভাপতি বীর মুক্তিযোদ্ধা সফি উদ্দিন মোল্লা, যুগ্ম—সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, যুগ্ম—সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল, যুগ্ম—সাধারণ সম্পাদক মোহম্মদ মোহসীন, সদস্য বীর মুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, বীর মুক্তিযোদ্ধা লিনু হক, কোষাধ্যক্ষ মো. মনির হোসেন, দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, সহ—দফতর সম্পাদক প্রকৌশলী হারুনুর রশিদ সুমন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাজী সালমা সুলতানা, আইন বিষয়ক সম্পাদক এড. মোহাম্মদ সেলিম, শ্রমিক ও কৃষি শ্রমিক বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, পরিবেশ বিষয়ক সম্পাদক এড. নিলাঞ্জনা রিফাত সুরভী, সহ—সম্পাদক আলী হাসান তরুণ, সহ—সম্পাদক মফিজুর রহমান বাবুল , সহ—সম্পাদক বড়ুয়া মনোজিত ধীমন, সদস্য মহিবুর রহমান মিহির, সদস্য কাজী সাইমুল হক ও ঢাকা মহানগর দক্ষিণ জাসদের সাধারণ সম্পাদক সোহেল আহম্মেদ ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি আহসান হাবিব শামীমসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।


জাতীয় শ্রমিক জোট—বাংলাদেশ
জাতীয় শ্রমিক জোট—বাংলাদেশ এর পক্ষে শ্রদ্ধা নিবেদন করেছেন শ্রমিক জোটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল, সহ—সভাপতি আব্দুর রাজ্জাক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মনিরুল কবির মিলন, দফতর সম্পাদক মঞ্জুর হোসেন চমন, প্রচার প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আলী ও শ্রমিক নেত্রী সাবিনা জামান জুঁই প্রমুখ।


বাংলাদেশ ছাত্রলীগ
বাংলাদেশ ছাত্রলীগ এর পক্ষে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি রাশিদুল হক ননী ও সাধারণ সম্পাদক মাসুদ আহাম্মেদ, সহ—সভাপতি আবুল কালাম আজাদ মিন্টু, সাংগঠনিক সম্পাদক হাসান আজিজ জনি, সহ—সম্পাদক নাঈম মল্লিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক তানিয়া ইসলাম তন্নি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সভাপতি চন্দ্রনাথ পাল, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ছোরায়েদ সাদি ও ছাত্র নেতা মোস্তাকিম প্রমুখ।


জাতীয় নারী জোট
জাতীয় নারী জোটের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রীনা, নারী নেত্রী কাজী সালমা সুলতানা, নারী নেত্রী এড.নিলাঞ্জনা রিফাত, নারী নেত্রী শাহানাজ আক্তার, নারী নেত্রী শিরীন সিকদার, নারী নেত্রী নার্গিস আক্তার নীলা প্রমুখ।


জাতীয় যুব জোট
জাতীয় যুব জোটের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেছেন কার্যকরী সভাপতি আমিনুল আজিম বনি ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সুজন, সহ—সভাপতি এড. আবু হানিফ, সহ—সভাপতি শুভংকর দেব বাপ্পা, সহ—সভাপতি এড. মো. হাসান আফজাল আকবর (হারুন), সাংগঠনিক সম্পাদক মাহাবুব হাসান, ক্রীড়া সম্পাদক আলাউদ্দিন খোকন, দফতর সম্পাদক জমসের আলী রবিন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জাহিদুর রহমান, সহ— আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অংকুর ইসলাম, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম, সদস্য সংকেত আহমেদ, যুব নেতা মুকুল আহামেদ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।


বিবার্তা/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com