১১৩ প্রতিষ্ঠানকে সোয়া ৯ লাখ টাকা জরিমানা
প্রকাশ : ২০ মার্চ ২০২৪, ০১:৩৩
১১৩ প্রতিষ্ঠানকে সোয়া ৯ লাখ টাকা জরিমানা
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর একযোগে ঢাকা মহানগরসহ সারা দেশে বাজার তদারকি করেছে। এসময় ১১৩টি প্রতিষ্ঠান থেকে নানা অপরাধে সোয়া ৯ লাখ টাকা জরিমানা আদায় করেছে সংস্থাটি।


মঙ্গলবার (১৯ মার্চ) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক (প্রশিক্ষণ ও প্রচার) আতিয়া সুলতানা বিষয়টি জানান।


তিনি বলেন, মঙ্গলবার ঢাকা মহানগরীতে অধিদপ্তরের ৫টি টিম বাজার তদারকি করে। এছাড়া অন্যান্য বিভাগীয় শহরসহ দেশের সর্বমোট ৫০টি জেলায় একযোগে এ তদারকি কার্যক্রম পরিচালিত হয়। সারা দেশে ৫৪টি টিম বাজার তদারকির মাধ্যমে ১১৩টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৯ লাখ ২৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।


ভোক্তা অধিকার রক্ষায় অধিদপ্তরের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com