হোটেল-রেস্টুরেন্টে অভিযান, তিনদিনে গ্রেফতার ৮৭২
প্রকাশ : ০৬ মার্চ ২০২৪, ২১:১৪
হোটেল-রেস্টুরেন্টে অভিযান, তিনদিনে গ্রেফতার ৮৭২
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি নামক বহুতল ভবনে অগ্নিকাণ্ডে ৪৬ জন নিহতের ঘটনায় প্রশাসনের টনক নড়েছে। এ ঘটনার পর থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে বহুতল ভবনগুলোতে অভিযান শুরু করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), রাজউক এবং সিটি করপোরেশন।


এ নিয়ে গত তিনদিনে বিভিন্ন অনিয়মের অভিযোগে সর্বমোট ১ হাজার ৩৪৭টি অভিযান পরিচালনা করেছে ডিএমপি। এসব অভিযানে এখন পর্যন্ত ৮৭২ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও মামলা হয়েছে ২০টি।


৬ মার্চ, বুধবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি এসব তথ্য জানান।


তিনি বলেন, গত ৩ মার্চ থেকে ডিএমপির একাধিক ইউনিট অভিযান শুরু করে। সেদিন তারা ঢাকার বিভিন্ন এলাকায় ২৭৫টি হোটেল ও রেস্টুরেন্টে অভিযান চালায়। এসময় নানা অসঙ্গতি পেয়ে পাঁচটি মামলা হয় ও ৩৭৪ জনকে গ্রেফতার করা হয়। আর তাৎক্ষণিক সাজা দেওয়া হয় ২০৪টি প্রতিষ্ঠানকে। তবে প্রথমদিন অভিযানে কোনো ঝুঁকিপূর্ণ গ্যাস সিলিন্ডার ও গোডাউন পায়নি অভিযান চালানো টিমগুলো।


পরদিন ৪ মার্চ ঢাকার বিভিন্ন এলাকায় ৫৬২টি হোটেল ও রেস্টুরেন্টে অভিযান চালানো হয়। অভিযানে ৪৫৫টি হোটেল-রেস্টুরেন্টে ১০৪টি ঝুঁকিপূর্ণ গ্যাস সিলিন্ডার ও তিনটি কেমিক্যাল গোডাউন পাওয়া যায়। মামলা হয় ৫টি এবং বিভিন্ন অপরাধে ২৭০ জনকে গ্রেফতার করা হয়। অভিযানে ২২৯টি প্রতিষ্ঠানকে তাৎক্ষণিক সাজা ও জরিমানা করা হয়।


সর্বশেষ গতকাল মঙ্গলবার (৫ মার্চ) ঢাকার বিভিন্ন এলাকায় ৫১০টি হোটেল ও রেস্টুরেন্টে অভিযান চালানো হয়। অভিযানে ৪০২টি হোটেল-রেস্টুরেন্টে ১০৩টি ঝুঁকিপূর্ণ গ্যাস সিলিন্ডার ও পাঁচটি কেমিক্যাল গোডাউন পাওয়া যায়। মামলা হয় ১০টি এবং বিভিন্ন অপরাধে ২২৮ জনকে গ্রেফতার করা হয়। অভিযানে ১৯২টি প্রতিষ্ঠানকে তাৎক্ষণিক সাজা ও জরিমানা করা হয়।


ডিএমপি জানায়, গত তিন দিনে ১ হাজার ১৩২টি হোটেল ও রেস্তোরাঁয় তারা অভিযান চালিয়েছে। এসময় সেগুলো থেকে ২০৭টি ঝুঁকিপূর্ণ গ্যাস সিলিন্ডার জব্দ করা হয় ও ৮টি কেমিকেল গোডাউনের সন্ধান পান তারা।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com