
শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তকরণ একটি চলমান প্রক্রিয়া। এমপিওভুক্ত করার কাজটি বর্তমানে ডিজিটাল পদ্ধতিতে অটোমেশনের মাধ্যমে সম্পন্ন হচ্ছে।
৩ মার্চ, রবিবার সংসদে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর লিখিত এক প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী জানান, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের স্কুল ও কলেজ জনবলকাঠামো ও এমপিও নীতিমালা ২০২১ অনুযায়ী কাম্য শিক্ষার্থীর সংখ্যা, পাসের হার, প্রাপ্যতা ও প্রয়োজনীয় যোগ্যতার ভিত্তিতে এমপিওভুক্ত করা হয়ে থাকে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক-এর আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানসমূহকে সময়ে সময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে এমপিওভুক্ত করা হয়ে থাকে।
মন্ত্রী আরও জানান, শিক্ষার মান উন্নয়নে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বর্তমানে এডিপিতে ৫৮টি প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে। ৫৮টি প্রকল্পের মধ্যে সব প্রকল্পই শিক্ষার গুণগতমান উন্নয়নে ভূমিকা রাখবে। এর মধ্যে মাধ্যমিক স্তরে শিক্ষার গুণগতমান উন্নয়নে নিম্নোক্ত ২৭টি প্রকল্প ও ৩টি স্কিম বাস্তবায়নাধীন রয়েছে।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]