উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালায় সংশোধনের অনুমোদন
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৩৬
উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালায় সংশোধনের অনুমোদন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের সুবিধা দেওয়াসহ নির্বাচন বিধিমালায় বেশ কিছু সংশোধনের অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনে প্রদত্ত ভোটের ১৫ শতাংশ না পেলে সংশ্লিষ্ট প্রার্থীর জামানত বাজেয়াপ্ত। এছাড়া ভুঁইফোড় প্রার্থী এড়াতে প্রার্থীদের উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ১ লাখ টাকা এবং ভাইস চেয়ারম্যান পদে ৭৫ হাজার টাকা করা প্রস্তাব করা হয়েছে।


২০ ফেব্রুয়ারি, মঙ্গলবার সাংবিধানিক প্রতিষ্ঠানটির কমিশন সভায় সংশোধিত উপজেলা পরিষদের বিধিমালা বিষয়ে কমিশন সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইসি এখন ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠাবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব মো জাহাংগীর আলম।


ইসি সূত্র জানা যায়, উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা, ২০১৩-এর সংশোধনীতে ২৬টি এবং উপজেলা প্রদত্ত পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬-এর সংশোধনীতে ৮টি বিধান সুপারিশের প্রাথমিক খসড়া তৈরি করা হয়েছে। এগুলো নিয়ে গত ৭ ফেব্রুয়ারি ইসির আইন ও বিধিমালা সংস্কার কমিটির সভাপতি নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানার সভাপতিত্বে একটি বৈঠক হয়। কোনো সিদ্ধান্ত না আসায় পরের দিন ৮ ফেব্রুয়ারি আবারও বৈঠকে বসে এই কমিটি। খসড়া তালিকা চূড়ান্ত করে কমিশন সভায় উপস্থাপন করা হলে ১৮টি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।



কমিশন সভায় যেসব সংশোধনের অনুমোদন দেওয়া হয়।


উপজেলা পরিষদ (আচরণ বিধিমালা), ২০১৬


পোস্টার, ব্যানার সাদা-কালো অথবা রঙিন করার প্রস্তাব করা হয়েছে।


প্রতীক বরাদ্দের পূর্বে জনসংযোগ এবং ডিজিটাল মাধ্যমে নির্বাচনী প্রচারণার প্রস্তাব করা হয়েছে।


৫ জনের অধিক কর্মী বা সমর্থককে নিয়ে জনসংযোগ করা যাবে না।


প্রতি ইউনিয়নে ১টি এবং পৌরসভা প্রতি ৩টি ওয়ার্ডে একটির অধিক নির্বাচনী ক্যাম্প বা অফিস স্থাপন করা যাবে না।


নির্বাচনি ক্যাম্প বা অফিসের আয়তন ৬০০ বর্গফুটের অধিক হতে পারবে না।


নির্বাচনি প্রচারণায় একটির অধিক শব্দযন্ত্র (হর্ন) বা জনসভায় ৪টির অধিক শব্দযন্ত্র (হর্ন) ব্যবহার করা যাবে না।


শব্দদূষণ প্রতিরোধে শব্দ বর্ধনকারী যন্ত্রের শব্দের মান মাত্রা ৬০ ডেসিবলের অতিরিক্ত হতে পারবে না।


প্রচারণায় পোস্টার বা ব্যানারে পলিথিনের ব্যবহার না করার প্রস্তাব করা হয়েছে।


স্থানীয় সরকার (উপজেলা পরিষদ) নির্বাচন বিধিমালা, ২০১৩


স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে ভোটারের সমর্থনেরযুক্ত তালিকা দাখিলের বিধান বিলুপ্ত করার প্রস্তাব করা হয়েছে।


অনলাইনে মনোনয়নপত্র দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।


চেয়ারম্যানের ক্ষেত্রে জামানত ১ লাখ টাকা, ভাইস চেয়ারম্যানের ক্ষেত্রে ৭৫ হাজার টাকা এবং মহিলা সদস্যের ক্ষেত্রে ৫ হাজার টাকার প্রস্তাব করা হয়েছে।


সমভোটের ক্ষেত্রে লটারির মাধ্যমে ফলাফল নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।


প্রদত্ত ভোটের শতকরা ১৫ ভাগ অপেক্ষা কম ভোট পেলে জামানত বাজেয়াপ্তের প্রস্তাব করা হয়েছে।


চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের নির্বাচনী ব্যয় ২৫ লাখ টাকা এবং মহিলা সদস্যদের ১ লাখ টাকা প্রস্তাব করা হয়েছে।


মনোনয়নপত্রে লিঙ্গ হিসেবে হিজড়াদের অন্তর্ভুক্তির প্রস্তাব করা হয়েছে।


নির্বাচনের ফলাফল স্থগিত ও পুনরায় ভোটগ্রহণে কমিশনের ক্ষমতার বিষয়ে প্রস্তাব করা হয়েছে।


মনিটরিং কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে।


নতুন রাজনৈতিক দল নিবন্ধিত হওয়ায় প্রতীক অন্তর্ভুক্তি/সংশোধনের প্রস্তাব করা হয়েছে।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com