বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন ঘানার পররাষ্ট্রমন্ত্রীর
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:১৮
বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন ঘানার পররাষ্ট্রমন্ত্রীর
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঘানার পররাষ্ট্র ও আঞ্চলিক সংহতিবিষয়ক মন্ত্রী শার্লি আয়োরকর বোচওয়ে ধানম‌ন্ডির ৩২ নস্বরে বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমানের স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন।


২০ ফেব্রুয়ারি, মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন ক‌রে‌ন ঘানার পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।


তিনদিনের সফরে সোমবার ঢাকায় আসেন ঘানার পররাষ্ট্রমন্ত্রী। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘানার পররাষ্ট্রমন্ত্রী‌কে স্বাগত জানান আফ্রিকা অনু‌বিভা‌গের মহাপ‌রিচালক এ এফ এম জাহিদ উল ইসলাম।


পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে ঘানার পররাষ্ট্রমন্ত্রী শা‌র্লি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করছেন।


সফরের শেষ দিন আগামীকাল বুধবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জা‌তিক মাতৃভাষা দিবসে ঢাকায় বিভিন্ন মিশনে দায়িত্ব পালনরত কূটনীতিকদের সঙ্গে শহিদ মিনারে শ্রদ্ধা জানাতে যাবেন শা‌র্লি।


ওইদিন প্রতিনিধিদল নিয়ে ঢাকা ছেড়ে যাবেন ঘানার পররাষ্ট্রমন্ত্রী।


বিবার্তা/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com