শেখ হাসিনাকে মাল্টার প্রধানমন্ত্রীর অভিনন্দন
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৫৬
শেখ হাসিনাকে মাল্টার প্রধানমন্ত্রীর অভিনন্দন
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন মাল্টার প্রধানমন্ত্রী রবার্ট আবেলা।


শেখ হাসিনার কাছে পাঠানো এক অভিনন্দনপত্রে মাল্টার প্রধানমন্ত্রী লিখেছেন, ‘নির্বাচনে জয়লাভ এবং পঞ্চমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনঃনির্বাচিত হওয়ায় আমি আপনাকে আন্তরিক অভিনন্দন জানাতে চাই।’


তিনি বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে দীর্ঘতম প্রধানমন্ত্রী হিসেবে আপনার অবিশ্বাস্য রেকর্ড এবং বিশ্বের সবচেয়ে দীর্ঘ মেয়াদি নারী সরকার প্রধান হওয়ার জন্য আমি আপনাকে অভিনন্দন জানাতে চাই।’


তিনি বলেন, ‘আপনার সাফল্য বাংলাদেশ আপনার নেতৃত্বে যে অগ্রগতি অর্জন করেছে এবং সেই সঙ্গে অনেকের কাছে আপনি যে সম্মান পেয়েছেন তার প্রতিফলন।’


অভিনন্দনপত্রে বলা হয়, এত দিন ধরে মাল্টা প্রজাতন্ত্র এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ পারস্পরিক মূল্যবোধের ভিত্তিতে দীর্ঘস্থায়ী দ্বিপাক্ষিক সম্পর্ক উপভোগ করেছে।


রবার্ট আবেলা বলেন, ‘আমি নিশ্চিত যে এ সম্পর্ক আপনার ঐতিহাসিক মেয়াদে আমাদের উভয় জনগণের স্বার্থে উন্নতি লাভ করবে।’


তিনি তার সুস্বাস্থ্য এবং আরও সাফল্য কামনা করে অভিনন্দনপত্র শেষ করেন।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com