
গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমায় আরও ৪ মুসল্লির মৃত্যু হয়েছে। শনিবার (৩ ফেব্রুয়ারি) রাতে তাদের মৃত্যু হয়। তারা সবাই বার্ধক্য জনিত কারণে মারা যায় বলে জানিয়েছেন বিশ্ব ইজতেমার প্রথম পর্বের জিম্মাদার প্রকৌশলী গিয়াস উদ্দিন।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন- রাজাবাড়ি জেলার পাংশা থানার বাসিন্দা মো. সারোয়ার, চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার আব্দুল জলিল মিয়ার ছেলে মো. আলম, নরসিংদী জেলার নুরুল হক মিয়ার ছেলে শাহনেওয়াজ ভূঁইয়া ও সিরাজগঞ্জ জেলার মৃত ওসমান গনীর ছেলে আল-মাহমুদ।
এর আগে ইজতেমায় আসা ৯ মুসল্লির মৃত্যু হয়। এ নিয়ে এবারের ইজতেমায় ১৩ জনের মৃত্যু হলো।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]