
সরকারি অর্থায়নে যারা গবেষণা করছেন নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের ফলাফল দেখানোর তাগিদ দিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেন, ২৫ বছর ধরে যারা গবেষণায় আছেন তাদেরও কাজের হিসেব নেয়া হবে।
৩১ জানুয়ারি, বুধবার বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন আয়োজিত সংবর্ধনায় এসব কথা বলেন তিনি। টানা চতুর্থবারের মতো বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করায় তাকে সংবর্ধনা জানাতেই বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের আজকের এই আয়োজন।
অনুষ্ঠানে বাংলাদেশের পরমাণু বিদ্যুৎতের অন্যতম কারিগর বিজ্ঞান মন্ত্রী বলেন, এই সংবর্ধনা তার কাছে তখনই অর্থবহ হবে যেদিন রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে।
বিজ্ঞান চর্চা এবং গবেষণায় সরকারের বাড়তি মনোযোগের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, গবেষকদেরও দায়বদ্ধ থাকতে হবে দেশের কাছে।
স্থপতি ইয়াফেস ওসমানের নেতৃত্বে বাংলাদেশের বিজ্ঞান চর্চা এবং গবেষণা নতুন মাত্রা পাবে বলে প্রত্যাশা পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. সৌকত আকবরের।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]