জাতীয়
বাংলাদেশে গম রপ্তানি করতে আগ্রহী রাশিয়া
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৪, ১৭:১১
বাংলাদেশে গম রপ্তানি করতে আগ্রহী রাশিয়া
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাশিয়া বাংলাদেশে গম রপ্তানি করতে আগ্রহী বলে জানিয়েছে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ভিকেনতেভিচ মান্টিটস্কি।


১৮ জানুয়ারি, বৃহস্পতিবার সচিবালয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সাথে রাশিয়ার রাষ্ট্রদূত খাদ্য মন্ত্রণালয়ে মন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎকালে তাৎক্ষণিক এক বৈঠকে বাংলাদেশে গম রপ্তানির আগ্রহের কথা ব্যক্ত করেন।


খাদ্যমন্ত্রী রাশিয়ার রাষ্ট্রদূতকে বাংলাদেশে গম রপ্তানির আগ্রহের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


তিনি আরো বলেন, বাংলাদেশের সঙ্গে রাশিয়ার সম্পর্ক অত্যন্ত চমৎকার। এ সম্পর্ক বাণিজ্য-বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে ক্রমান্বয়ে সম্প্রসারিত হচ্ছে। রাশিয়াকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী বন্ধু বলেও উল্লেখ করেন মন্ত্রী।


এছাড়া, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্যের প্রসারসহ বিভিন্ন বিষয়ে এই বৈঠকে আলোচনা করা হয়।


এসময় রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের অপার সম্ভাবনা রয়েছে। এ সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা অর্জনে রাশিয়া ভূমিকা রাখতে আগ্রহী।


এসময় দ্বিতীয় মেয়াদে মন্ত্রী নির্বাচিত হওয়ায় খাদ্যমন্ত্রীকে অভিনন্দনও জানান তিনি।


খাদ্য সচিব মো. ইসমাইল হোসেন, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. সাখাওয়াত হোসেন এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com