সংরক্ষিত নারী আসনের তফশিল আগামী সপ্তাহে, ভোট ফেব্রুয়ারিতে
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৪, ১৫:২৫
সংরক্ষিত নারী আসনের তফশিল আগামী সপ্তাহে, ভোট ফেব্রুয়ারিতে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনি তফশিল আগামী সপ্তাহে ও ফেব্রুয়ারিতে ভোট হতে পারে বলে জানিয়েছেন, নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।


মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।


অশোক কুমার দেবনাথের দেয়া তথ্য অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনি তফশিল হতে পারে আগামী সপ্তাহেই। অর্থাৎ সংসদের প্রথম অধিবেশনেই ৫০টি সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে।


দেশের ইতিহাসে এবারই প্রথম সর্বোচ্চসংখ্যক ১০ জন সংরক্ষিত নারী এমপি স্বতন্ত্র সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হবেন।


সাধারণত সংরক্ষিত নারী আসনের এমপি নির্বাচিত হন জাতীয় নির্বাচনে ৩০০ আসনে বিজয়ী হয়ে সাংসদ হিসেবে শপথ নেয়া প্রতিনিধিদের ভোটের মাধ্যমে।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com