বৌমার হাত ধরে ভোট দিলেন ৯৫ বছরের বৃদ্ধা রোমেনা
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪, ১৩:১৫
বৌমার হাত ধরে ভোট দিলেন ৯৫ বছরের বৃদ্ধা রোমেনা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর জুরাইনের পাইপ রাস্তা সংলগ্ন মুন্সীবাড়ির বাসিন্দা রোমেনা খানম। বয়স ৯৫ বছর। প্রায় এক বছর আগে স্ট্রোক করে চলার শক্তি অনেকটাই ক্ষীণ হয়ে আসে তার। তবে, বয়সকে নয় ভোটাধিকারকে গুরুত্ব দিয়ে রোমেনা খানম রবিবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় ঢাকা-৪ আসনের জুরাইন শেখ কামাল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র ভোট দিতে আসেন ছেলের বৌ ও এক নাতির কাঁধে ভর দিয়ে।


ভোটকেন্দ্রে আসা ও যাওয়ার সময় রোমেনা খানমকে কোলে করে রিকশা থেকে নামাতে-ওঠাতে এবং কাঁধে ভর দিয়ে ভোট কেন্দ্রে যেতে দেখা যায়।


ভোটকেন্দ্রে আসা সম্পর্কে জানতে চাইলে রোমেনা খানম বিবার্তাকে বলেন, বয়স হইছে তো কী হইছে, ভোট দিবো না? যারেই ভোট দেই, ভোটটা দিতে হবে। ভোট না দিলে আমি তো জনগণের উচিত কাজটা করলাম না। আমার ছেলের বৌ আমারে কাঁধে ভর দিয়ে নিয়ে আসছে, নাতি কোলে তুলে পৌঁছায় দিছে। ইনশাআল্লাহ আমরা যারে চাই সেই সরকারই আসবে। আর আল্লাহ বাঁচায় রাখলে সামনে আবারও ভোট দিবো।


তার ছেলের বৌ সামিনা বলেন, ভোট কেন্দ্রের দায়িত্বশীল সবাই আমার শাশুড়িকে সহায়তা করেছে। চারিদিকে এত উৎসবের পরিবেশ ভোট নিয়ে, আমার শাশুড়ি কেন বাদ পড়বেন তাই আমরা এসেছি। কেন্দ্রে ভোটের পরিবেশও ভালো। খুব দ্রুত ভোট দেয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে পেরেছি।


এর আগে সকাল ৮টায় ঢাকা-৪ আসনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়। সকাল ১১টার দিকেজুরাইন শেখ কামাল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র ঘুরে দেখা গেছে, কেন্দ্রের বাইরে ভিড় জমিয়েছেন ভোটাররা।


রবিবার (৭ জানুয়ারি) দেশের ২৯৯ আসনে সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটযুদ্ধ চলবে বিকেল ৪টা পর্যন্ত।


ঢাকা-৪ আসনে প্রার্থী ৯ জন। আওয়ামী লীগের দলীয় প্রার্থী সানজিদা খানম (নৌকা), তৃণমূল বিএনপির রফিকুল ইসলাম (সোনালী আশ), বাংলাদেশ কংগ্রেসের মো. সোহেল (ডাব) প্রতীক বরাদ্দ পেয়েছেন।


এছাড়া, স্বতন্ত্র আওলাদ হোসেন-ট্রাক, মনির হোসেন স্বপন- ঈগল, ইয়াসিন হোসেন (বাংলাদেশ কল্যাণ পার্টি)-হাতঘড়ি, সালেহ আহমেদ সোহেল (বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট)- ছড়ি, সৈয়দ আবু হোসেন বাবলা (জাতীয় পার্টি)- লাঙল, শাহ আলম (ইসলামি ঐক্য জোট)-মিনার প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।


ঢাকা-৪ আসনটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৭, ৫১, ৫২, ৫৩, ৫৪, ৫৮ এবং ৫৯নং ওয়ার্ড নিয়ে গঠিত। মোট ভোটার ২ লাখ ৫৪ হাজার ৫৮৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩২ হাজার ৪১৩ জন, নারী ভোটার ১ লাখ ২২ হাজার ১৬৬ ও ৫ জন তৃতীয় লিঙ্গের ভোটার।


বিবার্তা/এসবি/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com