ভোটগ্রহণের ক্ষেত্রে কোনো সমস্যা দেখিনি : বিদেশি পর্যবেক্ষক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪, ১২:৫৭
ভোটগ্রহণের ক্ষেত্রে কোনো সমস্যা দেখিনি : বিদেশি পর্যবেক্ষক
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে আসা জার্মান সমাজকর্মী ও রাজনৈতিক বিশ্লেষক ভলকার ইউ ফ্রেডরিক বলেন, ‘ভোটগ্রহণের ক্ষেত্রে কোনো সমস্যা দেখিনি। আমরা এখানে ভোট দেখতে এসে খুশি।’


৭ জানুয়ারি, রবিবার সকালে রাজধানীর গাবতলীতে কোরিয়া বাংলাদেশ টেকনিক্যাল সেন্টারে ভোট কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিন পর্যবেক্ষক।


ডেপুটি হেড অব মিশন ইউএস এসটিও টেরি এল. ইসলে বলেন, ‘ভোটের পরিবেশ ভালো। সবকিছু ভালো মনে হয়েছে। আশা করছি, শতকরা ৫০ ভাগ ভোট পড়বে। আর সেই অর্থে আমরা যে কেন্দ্রগুলো পর্যবেক্ষণ করেছি, সেগুলোতে কোনো ত্রুটি চোখে পড়েনি।’


শান্তিপূর্ণ ও নিরাপদে ভোটগ্রহণ চলছে জানিয়ে আয়ারল্যান্ডের ইউ রিপোর্টার সংবাদ মাধ্যমের পলিটিক্যাল এডিটর নিকোলাস হু পাওয়াল বলেন, ‘ভোটের পরিবেশ যতটা দেখেছি, স্টেশন মাত্র চার হাজার, যেটা খুব নগণ্য মনে হয়েছে। সব মিলিয়ে আমার মনে হচ্ছে, সবকিছু শান্তিপূর্ণ।’


অবাধ, সুষ্ঠু ও নিরাপদ নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি মাইলস্টোন হবে মন্তব্য করে এই পর্যবেক্ষক বলেন, ‘আমাদের দায়িত্ব অবাধ, সুষ্ঠু ও নিরাপদে ভোট হচ্ছে কি না সেটা পর্যবেক্ষণ করা। আমরা যেটা দেখেছি, সেটা ভালো লেগেছে। তবে এখনো সময় বাকি রয়েছে। আমরা দেখব।’


নারী ভোটারদের উপস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন নিকোলাস। তিনি বলেন, ‘নারীরা ভোট দিচ্ছে।’


এর আগে এই পর্যবেক্ষকরা কেন্দ্রটির বিভিন্ন বুথে ঘুরে ঘুরে দেখেন। সেই সাথে খোঁজ নেন আনুপাতিক হার, ভোটগ্রহণে কোনো বাধা আছে কি না, ভোটাররা কীভাবে ভোট দিচ্ছেন এবং কীভাবে ভোটগ্রহণ করা হচ্ছে। তারা ভোটগ্রহণের দায়িত্বে থাকা ব্যক্তিদের সঙ্গে সরাসরি কথা বলেন। লোকাল গাইড সাইফুল ইসলাম ইংরেজিতে অনুবাদ করে তাদের বুঝিয়ে দেন।


সকালে এই তিন পর্যবেক্ষক রাজধানীর বনানী বিদ্যানিকেতন কেন্দ্র ঘুরে আসেন বলে জানা গেছে।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com