
ঢাকা আট আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম বলেছেন, শান্তিপূর্ণভাবে মানুষ ভোট দিতে আসছে এটি খুবই উৎসাহ ব্যঞ্জন। শীত উপেক্ষা করে বয়োবৃদ্ধরাও ভোট দিতে এসেছে সেটি খুবই ভালো খবর। তরুণ যুবকরাও এসেছে ভোট দিতে। আমি বিভিন্ন কেন্দ্রে গিয়ে দেখেছি শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে।
রবিবার (৭ জানুয়ারি) দুপুরে বেইলি রোডে সিদ্ধেশ্বরী স্কুল এন্ড কলেজে কেন্দ্র পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
নাছিম বলেন, এখন পর্যন্ত কোথাও কোনো অভিযোগ নেই । যে যার পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছে। মানুষের ভেতর উৎসবের আমেজ দেখতে পাচ্ছি। সুন্দর পরিবেশে ভোট প্রদান করছে মানুষ।
ভোটার উপস্থিতি কম কেন, এমন প্রশ্নের জবাবে নাছিম বলেন, ভোটাররা ভোটকেন্দ্রে এসে ভোট দেবে এটা তাদের দায়িত্ব। আমরা এতদিন ক্যাম্পেইন করেছি ভোটারদের সচেতন করেছি যেন তারা ভোট কেন্দ্রে তাদের ভোট প্রদান করে। আমি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকায় ভোট দিয়েছি।
বেলা বাড়ার সাথে ভোটার আরো বাড়বে বলে প্রত্যাশা করেন আওয়ামী লীগের এই নেতা।
নির্বাচনের জয়ের ব্যাপারে কতটা আশাবাদী এবং প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনের জয় লাভের আশা প্রত্যাশা রেখেই আমরা কাজ করি আশা করছি আমি জয়ী হবো।
বিবার্তা/ রুবেল/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]